গত বুধবার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান হয়েছে সুদীপ্তা ও সৌম্যর৷ বৃহস্পতিবার ছিল রাজকীয় গ্র্যান্ড রিসেপশন৷ রাজকন্যার বেশে রিসেপশনের লুকে সকলকে চমকে দিয়েছেন টলি নায়িকা৷ প্রতিটা ছবিতেই লাস্যময়ীকে দেখতে উপচে পড়েছিল ভিড়৷ এবার ফুলশয্যার ছবি দেখতে হামলে পড়েছেন ভক্তরা৷ পুরো আচার অনুষ্ঠান মেনেই ফুলশয্যার নিয়ম পালন করলেন সুদীপ্তা ও সৌম্য৷ সেই ছবিও নেটদুনিয়ার হটকেকে৷ মালাবদল থেকে মিষ্টিমুখ সবটাই সেরেছেন নিয়ম মেনে৷
advertisement
ফুলশয্যার ঘরের একঝলক দেখেই চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ গোটা ঘর ফুল ও মায়াবী আলোয় সাজানো৷ বিছানার উপর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ভালবাসার লাল হৃদয়৷ ফুলশয্যার পোশাকেও ছিল রংমিলান্তি৷ কনের বাড়ি থেকে আসা পোশাক পরেই ফুলশয্যা আচার পালন করেছেন দুজনে৷ গোলাপি রঙের সিল্কের শাড়ি পরে নজর কেড়েছেন সুদীপ্তা, বউয়ের সঙ্গে ম্যাচ করেই পাঞ্জাবি পরেছিলেন সৌম্য৷
আরও পড়ুন- তছনছ হয়ে যাচ্ছিল পরিবার, তবুও হাল ছাড়েননি মা, যুদ্ধ জয় করতেই কুর্নিশ জানালেন কার্তিক
আরও পড়ুন- কবে মা হচ্ছেন ক্যাটরিনা? অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে বিরাট ‘সুখবর’ দিলেন ভিকি ঘরনি, চমকে যাবেন
বিয়ে থেকে রিসেপশন পুরো অনুষ্ঠানেই রাজকীয় লুকে সেজেছিলেন বর ও কনে৷ তাদের থেকে চোখ ফেরানো দায় ছিল৷ বউয়ের থেকে চোখ সরছিল না তৃণমূল যুবনেতার৷ সৌম্যর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করে ভীষণ খুশি অভিনেত্রী৷ বিয়ের পর হানিমুনে কোথায় যাচ্ছেন, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ জান গেছে,আপাতত হানিমুনে যাচ্ছেন না৷ বিয়ে সেরে শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরবেন নায়িকা৷ অন্যদিকে পঞ্চায়েক ভোটের আগে রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন যুবনেতা সৌম্য৷