TRENDING:

Sudipta: ফুলশয্যাতেও রংমিলান্তি! সুদীপ্তা-সৌম্যর 'সুহাগ রাত'-এর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস

Last Updated:

Sudipta: গায়ে হলুদ থেকে বিয়ে, রিসেপশন, সুদীপ্তা-সৌম্যর প্রতিটা মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ এবার ফুলশয্যার ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউডে বিয়ের রেশ যেন এখনও কাটছে না৷ গত ১ লা মে জাঁকজমক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘ ৪ বছরের প্রেমিক সৌম্যর সঙ্গে চার হাত এক হয়েছে অভিনেত্রীর৷ গায়ে হলুদ থেকে বিয়ে, রিসেপশনের প্রতিটা মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ প্রতিটা সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী৷ এবার ফুলশয্যার ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷
ফুলশয্যাতেও রংমিলান্তি! মালাবদল থেকে মিষ্টিমুখ, সুদীপ্তা-সৌম্যর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস
ফুলশয্যাতেও রংমিলান্তি! মালাবদল থেকে মিষ্টিমুখ, সুদীপ্তা-সৌম্যর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস
advertisement

গত বুধবার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান হয়েছে সুদীপ্তা ও সৌম্যর৷ বৃহস্পতিবার ছিল রাজকীয় গ্র্যান্ড রিসেপশন৷ রাজকন্যার বেশে রিসেপশনের লুকে সকলকে চমকে দিয়েছেন টলি নায়িকা৷ প্রতিটা ছবিতেই লাস্যময়ীকে দেখতে উপচে পড়েছিল ভিড়৷ এবার ফুলশয্যার ছবি দেখতে হামলে পড়েছেন ভক্তরা৷ পুরো আচার অনুষ্ঠান মেনেই ফুলশয্যার নিয়ম পালন করলেন সুদীপ্তা ও সৌম্য৷ সেই ছবিও নেটদুনিয়ার হটকেকে৷ মালাবদল থেকে মিষ্টিমুখ সবটাই সেরেছেন নিয়ম মেনে৷

advertisement

ফুলশয্যার ঘরের একঝলক দেখেই চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ গোটা ঘর ফুল ও মায়াবী আলোয় সাজানো৷ বিছানার উপর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ভালবাসার লাল হৃদয়৷ ফুলশয্যার পোশাকেও ছিল রংমিলান্তি৷ কনের বাড়ি থেকে আসা পোশাক পরেই ফুলশয্যা আচার পালন করেছেন দুজনে৷ গোলাপি রঙের সিল্কের শাড়ি পরে নজর কেড়েছেন সুদীপ্তা, বউয়ের সঙ্গে ম্যাচ করেই পাঞ্জাবি পরেছিলেন সৌম্য৷

advertisement

আরও পড়ুন- তছনছ হয়ে যাচ্ছিল পরিবার, তবুও হাল ছাড়েননি মা, যুদ্ধ জয় করতেই কুর্নিশ জানালেন কার্তিক

আরও পড়ুন- কবে মা হচ্ছেন ক্যাটরিনা? অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে বিরাট ‘সুখবর’ দিলেন ভিকি ঘরনি, চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রশিক্ষণ ছাড়াই পাওয়ার লিফটিংয়ে বাজিমাত! রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় তৃতীয় ভাস্কর
আরও দেখুন

বিয়ে থেকে রিসেপশন পুরো অনুষ্ঠানেই রাজকীয় লুকে সেজেছিলেন বর ও কনে৷ তাদের থেকে চোখ ফেরানো দায় ছিল৷ বউয়ের থেকে চোখ সরছিল না তৃণমূল যুবনেতার৷ সৌম্যর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করে ভীষণ খুশি অভিনেত্রী৷ বিয়ের পর হানিমুনে কোথায় যাচ্ছেন, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ জান গেছে,আপাতত হানিমুনে যাচ্ছেন না৷ বিয়ে সেরে শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরবেন নায়িকা৷ অন্যদিকে পঞ্চায়েক ভোটের আগে রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন যুবনেতা সৌম্য৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipta: ফুলশয্যাতেও রংমিলান্তি! সুদীপ্তা-সৌম্যর 'সুহাগ রাত'-এর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল