বিশেষ করে বর্ষবরণের রাতে বিশৃঙ্খল জয়রাইড আটকানোর জন্য পদক্ষেপ করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এবার পার্কস্ট্রিতে ভিড় সামলাতে আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। পার্কস্ট্রিট চত্তরটিকে মোট ছটি ভাগে ভাগ করা হয়েছে যেখানে এই পুলিশকর্মী মোতায়ন থাকবে।
আরও পড়ুন : শিঙি মাছ বাচ্চাকে খাওয়াচ্ছেন…? নিজেও খান? ‘এই’ অসুখ নেই তো আপনার? জানুন বিশেষজ্ঞের মত
advertisement
এখানে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকছেন। একই সঙ্গে এসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর থাকবেন। বিশেষ মহিলা পুলিশের বাহিনী ও এখানে মোতায়ন করা হয়েছে। ভিড়ের মধ্যেই থাকবে প্রচুর সাদা পোশাকের পুলিশ। রাত বারোটার সময় বাইকের দাপট রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাকা তল্লাশিতে দেওয়া হবে জোর এছাড়াও ওয়াচ টাওয়ার, বহুতল এবং সিসিটিভির সাহায্যেও নজরদারি করা হবে।
অ্যালেন পার্ক এবং মিউজিক ওয়ার্ল্ডের সামনে ভিড় একটু বেশি থাকে তাই এখানেও সর্বক্ষণের জন্য নজরদারি থাকবে। সবমিলিয়ে বর্ষবরণের রাত যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে।