বাংলা ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। আসছে জি বাংলায়। নায়িকার চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিক। পর্দার জগদ্ধাত্রী স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার।
আরও পড়ুন: নেক্রফিলিক সিরিয়াল কিলারের গল্প নিয়ে 'বিষাক্ত মানুষ', ছবি মুক্তি ২ সেপ্টেম্বর
প্রোমোর শুরুতে যার পরিচয় হয়েছে একেবারে অন্য রূপে। বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোয় অনাথ মেয়ে জগদ্ধাত্রী প্রথম বার নাড়ু বানানোর দায়িত্ব নিয়েছে হাতে। বাড়ির বড়দের কথায় জানা যায়, জগদ্ধাত্রী নাকি খুবই ভীতু। সব কাজে তার ভয়। কিন্তু তার পরেই দেখা যায়, পুজোর জন্য তাকে গঙ্গাজল আনতে বলা হয়। আর তখনই নায়িকার ফোনে মেসেজ আসে, 'গঙ্গাজল'।
advertisement
তার পরেই 'ভীতু জগদ্ধাত্রী' উধাও। উদয় হয় সাহসী জগদ্ধাত্রীর। ছুটে গিয়ে নৌকায় উঠে দুষ্কৃতিদের সঙ্গে মারপিট করে।
এ দিকে মেগার নায়কও স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার এবং নায়িকার ছোটবেলার বন্ধু। মনে মনে নায়িকাকে ভালবাসে সে। কিন্তু নায়ককে কেবলই বন্ধু হিসেবে দেখে নায়িকা।
নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায়কে এর আগে দেখা গিয়েছে কালার্স বাংলার ত্রিশূল ধারাবাহিকে।
আরও পড়ুন: এখন থেকে 'গোধূলি আলাপ' হবে রাতে, নবাব-নন্দিনীর আগমনে সিরিয়ালের সময়ে রদবদল
প্রেম, রোমাঞ্চ, নাটকীয়তা মিলিয়ে নতুন ধরনের ধারাবাহিক আনছে জি বাংলা। অপেক্ষা কেবল সম্প্রচারের।