TRENDING:

Jagaddhatri: এক হাতে নাড়ু, অন্য হাতে বন্দুক, দুই রূপে 'জগদ্ধাত্রী', নতুন মেগা নিয়ে উত্তেজনা!

Last Updated:

বাংলা ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। আসছে জি বাংলায়। নায়িকার চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিক। পর্দার জগদ্ধাত্রী  স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাওয়ার প্যাক অ্যাকশন! থ্রিলারেের সমস্ত উপাদান রয়েছে। ধাওয়া করা, গুলিগোলা ছোড়া, মারধর! কী নেই? আছে 'থালাইভা' রজনীকান্তের মতো সংলাপের জোরও। না, বড়পর্দা নয়, বাংলা ধারাবাহিকে এ বার দেখা যাবে এই সব কিছু। শুধু তা-ই নয়, কেবল পুরুষের হাতে তুলে দেওয়া হয়নি বন্দুক, উঠেছে নারীর হাতেও। জগদ্ধাত্রীর হাতে বন্দুক। পায়ে স্নিকার্স, পরনে শাড়ি, আঁচল বেঁধে নেওয়া কোমড়ে, চুল বাঁধা আঁটোসাঁটো করে। আর ঠোঁটে, ''জগদ্ধাত্রী পা রাখে যেখানে,পাপ মুছে যায় সেখানে।''
advertisement

বাংলা ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। আসছে জি বাংলায়। নায়িকার চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিক। পর্দার জগদ্ধাত্রী  স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার।

আরও পড়ুন: নেক্রফিলিক সিরিয়াল কিলারের গল্প নিয়ে 'বিষাক্ত মানুষ', ছবি মুক্তি ২ সেপ্টেম্বর

প্রোমোর শুরুতে যার পরিচয় হয়েছে একেবারে অন্য রূপে। বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোয় অনাথ মেয়ে জগদ্ধাত্রী প্রথম বার নাড়ু বানানোর দায়িত্ব নিয়েছে হাতে। বাড়ির বড়দের কথায় জানা যায়, জগদ্ধাত্রী নাকি খুবই ভীতু। সব কাজে তার ভয়। কিন্তু তার পরেই দেখা যায়, পুজোর জন্য তাকে গঙ্গাজল আনতে বলা হয়। আর তখনই নায়িকার ফোনে মেসেজ আসে, 'গঙ্গাজল'।

advertisement

তার পরেই 'ভীতু জগদ্ধাত্রী' উধাও। উদয় হয় সাহসী জগদ্ধাত্রীর। ছুটে গিয়ে নৌকায় উঠে দুষ্কৃতিদের সঙ্গে মারপিট করে।

এ দিকে মেগার নায়কও স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার এবং নায়িকার ছোটবেলার বন্ধু। মনে মনে নায়িকাকে ভালবাসে সে। কিন্তু নায়ককে কেবলই বন্ধু হিসেবে দেখে নায়িকা।

advertisement

নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায়কে এর আগে দেখা গিয়েছে কালার্স বাংলার ত্রিশূল ধারাবাহিকে।

আরও পড়ুন: এখন থেকে 'গোধূলি আলাপ' হবে রাতে, নবাব-নন্দিনীর আগমনে সিরিয়ালের সময়ে রদবদল

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

প্রেম, রোমাঞ্চ, নাটকীয়তা মিলিয়ে নতুন ধরনের ধারাবাহিক আনছে জি বাংলা। অপেক্ষা কেবল সম্প্রচারের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jagaddhatri: এক হাতে নাড়ু, অন্য হাতে বন্দুক, দুই রূপে 'জগদ্ধাত্রী', নতুন মেগা নিয়ে উত্তেজনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল