তবে কানাঘুষোয় শোনা যাচ্ছিল পর্দার 'মাধবীলতা' অর্থাৎ শ্রাবণী ভূঁইয়া নতুন কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল 'মুকুট'-এর প্রোমো।
আরও পড়ুন- জুনিয়র আর্টিস্ট শীলা এবার নায়িকার ভূমিকায়! 'নায়িকা নম্বর ওয়ান' হয়েও পূরণ হল না স্বপ্ন, কেন!
এখানে শ্রাবণী ভূঁইয়াকে দেখা যাবে নাম ভূমিকায়। তার সঙ্গে ফিরছে 'কড়িখেলা'র জনপ্রিয় জুটি অপূর্ব-পারমিতা। মেগাতে এখন নতুন ট্রেন্ড, জনপ্রিয় পুরনো সব জুটিদের ফিরিয়ে আনা। ইতিমধ্যেই আমরা পর্দায় দেখতে পেয়েছি নীল-তিয়াসা জুটি কৌশিক-তৃণা জুটির কামব্যাক। এবার মুকুটের হাত ধরে ফিরছে 'কড়িখেলা'র অপূর্ব-পারমিতা অর্থাৎ শ্রীপর্ণা রায় ও আনন্দ ঘোষ।
advertisement
আরও পড়ুন- মেগার নম্বর কমছে হু হু করে! দর্শকদের আগ্রহ কমছে? এবার সেরার স্থানে কে
তবে শ্রাবণীর বিপরীতে একেবারে নতুন মুখ অর্ঘ্য মিত্র। ছোটপর্দায় এর আগে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যাবে এই মডেল-অভিনেতাকে। তাঁকে অবশ্য অনেক বিজ্ঞাপনেও দেখা গিয়েছে ইতিমধ্যে। এছাড়া 'মুকুটে'র বাবার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে।
নানা চমকে ঠাসা এই সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছে, দুর্গা পুজোর প্রেক্ষাপটে শুরু হচ্ছে এই গল্প। মূলত প্রতিমা শিল্পীদের জীবনেরই গল্প বলবে। প্রোমো তে দেখা গিয়েছে শুভাশিস একজন শিল্পী। যিনি ঠাকুর তৈরি করেন। দুর্গাপুজোর সময় তার গোলা থেকে ঠাকুর মণ্ডপে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।তার মেয়ে মুকুট অস্ত্রের বদলে দেবীর হাতে তুলে দিচ্ছে পদ্মফুল। সেই সময়ই তিনজন সেখানে ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসে। আর অস্ত্রের বদলে ফুল দেখে প্রশ্ন করে দেবীর হাতে অস্ত্রের বদলে ফুল কেন? তখন মুকুট জানায় যে দেবী তো ভালবাসারও রূপ তাই চণ্ডী রূপের বদলে এবার গৌরী রূপে পুজো হোক।
আর মাঝেই ঘটে যায় বিপত্তি। এক মহিলার আর্তনাদ শোনা যায়। তিনি চিৎকার করে বলেন যে তার মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যাচ্ছে। তখন 'মুকুট' ওরফে শ্রাবণী রুখে দাঁড়ায় রুদ্র মূর্তি ধারণ করে এবং গুণ্ডাদের দিকে সিঁদুর ভর্তি থালা ছুড়ে মারে। তারপর মন্দিরে লাগানো ঘণ্টা খুলে বনবন করে ঘোরাতে থাকে।
এই পুরো ট্রেলার থেকে বোঝাই যায় যে এই সিরিয়ালটি মূলত নারী শক্তি উত্থানের কথা বলবে। আর পাশাপাশি মাধবীলতা শ্রাবণী 'কড়িখেলা'র অপূর্ব-পারমিতার কামব্যাক সবকিছু নিয়ে প্রোমোতেই বিরাট চমক দিয়েছে 'মুকুট'। 'মুকুটে'র প্রোমো দেখে দর্শকরাও উচ্ছ্বসিত ও আশাবাদী। এবার দেখার পালা 'মুকুট' মন জয় করতে পারে কিনা দর্শকদের।