ভিডিওর শুরুতে দেখানো হয়েছে এক ভাঙাচোড়া বাড়ির দেওয়াল যা দেখে বেশ নস্টালজিয়া কাজ করতে পারে দর্শকদের। ভাঙাচোড়া দেওয়াল, আকাশ ,গাছপালার সঙ্গে এই গানের সুর সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য দেখা গিয়েছে ভি়ডিওটিতে।
আরও পড়ুন: কলকাতার পরিবর্তে পৌঁছে গেলেন ভুবনেশ্বর! কী এমন ঘটল বিমানে? জানালেন চঞ্চল
এই গানে সুর দিয়েছেন গায়ক শিলাদিত্য সরকার, গানের প্রসঙ্গে তিনি জানান, "একদিন সন্ধের এক আড্ডায় আমি আর প্রণয়ের এই গানের কোরাস লাইনটা মাথায় আসে। তারপর এই লাইনের উপর যদি একটা গান করার কথা ভাবি আমরা। সেই মতোই প্রণয় গানটা লেখে এবং তৈশী গানটা গায়। গানের নাম যেহেতু চিঠি তাই এই গানটা একটা চিঠির বয়ানে লেখা। এই গান হল একপক্ষ কথাপোকথন।"
advertisement
আরও পড়ুন: জন্মদিনে কী লিখলেন সামান্থা রুথ প্রভু? পোস্ট শেয়ার হতেই তোলপাড় সামাজিক মাধ্যম
সুন্দর প্রাকিতিক দৃশ্য দিয়ে মোড়া এই প্রেমের গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট জগতে। "ভুলে সব অভিমান, হলে সন্ধের আজান, দেখা দিও শহরের ভিড়ে" র সুর মন ছুঁয়েছে অনেকেরই।