TRENDING:

Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : শ্রীদেবী-কন্যাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব হলিউড নায়িকার, মৈত্রেয়ী-খুশির প্রেমালাপে মজে নেটপাড়া

Last Updated:

Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : হলি ও বলি, নিছক মজার ছলে দুই তারকার কথোপকথন দেখে আপ্লুত নেটিজেনরা। দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের একান্ত বাক্যালাপ মনজয় করেছে সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আর কিছু দিন পরেই নতুন অবতারে ধরা দেবেন শ্রীদেবী-কন্যা। জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর পর্দায় নামার প্রস্তুতি নিচ্ছেন। মুক্তি পাবে জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’। আর তারই আগে সোশ্যাল মিডিয়ায় নানা রূপে প্রকাশ্যে আসছেন খুশি। কখনও শাড়িতে, কখনও লং গাউনে, কখনও বা বিকিনিতে। তাঁর এই রূপে মুগ্ধ সাধারণ থেকে তারকারা।
মৈত্রেয়ী রামাকৃষ্ণন এবং খুশি কাপুর
মৈত্রেয়ী রামাকৃষ্ণন এবং খুশি কাপুর
advertisement

সদ্য খুশির এক ছবিতে প্রশংসায় পঞ্চমুখ হলেন হলি তারকা। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘নেভার হ্যাভ আই এভার’ অভিনয় করেছেন মৈত্রেয়ী রামাকৃষ্ণন। ভারতীয় বংশোদ্ভূত এই নায়িকা ইতিমধ্যেই তাঁর অভিনয় দক্ষতায় সাড়া ফেলেছেন গোটা দুনিয়ায়। শ্রীদেবীর ছোট মেয়ের ছবি দেখে নিজের মুগ্ধতা প্রকাশ না করে পারলেন না মৈত্রেয়ী। তাই প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বলি তারকাকে।

advertisement

ফিকে নীল রঙের একটা শাড়িতে অপরূপ সেজেছিলেন খুশি। আর সেই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। মৈত্রেয়ী সেই ছবির তলায় লেখেন, ‘আমার পাণিগ্রহণ করবে?’ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন মৈত্রেয়ী। তাঁর ঠাট্টার উপযুক্ত জবাবও দিলেন খুশি। তিনি লিখলেন, ‘তুমি প্রস্তুত হলেই…’ সঙ্গে হেসেও নেন নায়িকা।

advertisement

আরও পড়ুন: চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের চোখে পড়ল মায়ের হাসিমুখ! প্রবল কটাক্ষ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হলি ও বলি, নিছক মজার ছলে দুই তারকার কথোপকথন দেখে আপ্লুত নেটিজেনরা। দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের একান্ত বাক্যালাপ মনজয় করেছে সকলের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : শ্রীদেবী-কন্যাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব হলিউড নায়িকার, মৈত্রেয়ী-খুশির প্রেমালাপে মজে নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল