নেটিজেনদের একাংশ আলিয়ার চেহারা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। অনেকেই মনে করছেন, কসমেটিক্র সার্জারির মাধ্যমে ভোল বদলেছেন রণবীর-ঘরনি। ইতিমধ্যেই নেটমাধ্যমে এ নিয়ে জোরদার চর্চা শুরু। কেউ কেউ দাবি করছেন, অস্ত্রোপচারের মাধ্যমে নাকের গঠন বদলে ফেলেছেন। আবার একাংশের মতে, লিপ জব করিয়ে নাকি ঠোঁটের আকার নষ্ট করে ফেলেছেন আলিয়া।
what has she done to her face? i mean this as a genuine question!advertisement
আরও পড়ুন: থালাবাটির দোকানে 'অদ্ভুত' ফোটোশ্যুট! শুভশ্রীকে নিয়ে হাসির রোল, ধেয়ে এল কটাক্ষ
আরও পড়ুন: একশো শতাংশ আমার দোষ! ফ্লপ ছবির দায়ভার নিলেন অক্ষয়, দর্শকদের দোষ না দেওয়ার বার্তা
সন্তান প্রসবের পর অনেক অভিনেত্রীরই ওজন বেড়ে যেতে দেখা গিয়েছে। কিন্তু নেটিজেনরা মনে করছেন, আলিয়ার ক্ষেত্রে নাকি তেমন কিছুই হয়নি। বরং মা হওয়ার পর নাকি আরও ওজন ঝরিয়েছেন তিনি। অনেকের দাবি, খাওয়াদাওয়া বাদ দিয়ে, কড়া ডায়েট করে নাকি রোগা হয়েছেন মহেশ-কন্যা।
একরত্তি মেয়েকে সামলেই ফের কাজে মন দিয়েছেন আলিয়া। সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে তাঁর 'রকি অউর রানি কি প্রেম কহানি'। এই ছবিতে আরও একবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'ও বড় পর্দায় আসবে চলতি বছরেই।
