TRENDING:

গানের পাশাপাশি আর কোন কাজে সিদ্ধহস্ত নেহা? গায়িকায় মুগ্ধ স্বামী রোহনপ্রীত

Last Updated:

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন নেহা। দেখা যাচ্ছে, খুব মন দিয়ে পিৎজা তৈরি করছিলেন গায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাঁর গায়কি নিয়ে নানা জনের নানা মত। তবে গায়িকা হিসেবে নেহা কক্কর কতটা সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। তবে গান ছাড়া অন্যান্য কাজে হস্তসিদ্ধ ৩৪-এর নেহা। আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন তিনি।
advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন নেহা। দেখা যাচ্ছে, খুব মন দিয়ে পিৎজা তৈরি করছিলেন গায়িকা। প্রথম বারেই সফল হওয়ায় তাঁর মুখে উজ্জ্বল হাসি। আনন্দের সেই মুহূর্তকে লেন্সবন্দি করে নেহা লেখেন, 'জানেন, আমি রান্না করি না। কিন্তু এটা বেশ সহজ ছিল। খুব আনন্দ হয়েছে।'

নেহার এই ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। নেহার স্বামী রোহনপ্রীত সিংও নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: মেয়েকে নিয়ে বচসা রণবীর-আলিয়ার! ফাঁস ঘনিষ্ঠ সূত্রে, রাহার জন্য সারারাত জাগতে হয় কি নতুন মাকে

advertisement

আরও পড়ুন: তিন মাস অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে গিয়েছিলেন আলিয়া! বমি ভাব, ক্লান্তি নিয়েই কাজ

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

২০২০ সালে সাতপাক ঘোরেন নেহা-রোহনপ্রীত। ভালবেসে বিয়ে করেন তাঁরা। কাজের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন দু'জনেই। জুটি হিসেবে তাঁদের জনপ্রিয়তা দেখার মতো।

বাংলা খবর/ খবর/বিনোদন/
গানের পাশাপাশি আর কোন কাজে সিদ্ধহস্ত নেহা? গায়িকায় মুগ্ধ স্বামী রোহনপ্রীত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল