ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঋষি কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন নীতু। ছবিতে দুজনকেই পোজ দিতে দেখা যাচ্ছে। খুব হাসছেন তাঁরা। এই ছবি পোস্ট করতেই কমেন্ট করতে শুরু করেন নেটিজেনরা। একজন লিখেছেন, “আপনাকে মিস করছি ঋষিজি”। আরেক অনুরাগীর মন্তব্য, “কিছু গল্প কখনও ফুরোয় না। ঋষি কাপুরের ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ নীতুজি”। কমেন্টে হার্ট ইমোজি দিয়েছেন নীতু-ঋষির কন্যা ঋদ্ধিমা।
advertisement
৩০ এপ্রিল কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ডাক নাম চিন্টু। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও তাঁকে আদর করে এই নামেই ডাকত। রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন ঋষি। মিষ্টি ব্যক্তিত্ব আর ক্যারিশ্মাটিক অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে জয় করে নেন দর্শক হৃদয়। তাঁর শেষ ছবি ‘শর্মাজি নমকিন’। এই দিনে শুধু নীতু নয়, ঋষি কাপুরের সেরা সিনেমা, আইনকনিক গান এবং স্মরণীয় সংলাপ-সহ তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের নানা দিক স্মরণ করছেন অগণিত অনুরাগীরা।
১৯৮০ সালে সহ অভিনেত্রী নীতু সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঋষি কাপুর। দু’জনে একসঙ্গে ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কভি কভি’, ‘খেল খেল মে’ সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন। ঋষি এবং নীতুর দুই সন্তান, অভিনেতা রণবীর কাপুর এবং ডিজাইনার ঋদ্ধিমা কাপুর সাহানি।
একটি সাক্ষাৎকারে তাঁদের বিয়ের গল্প বলেছিলেন নীতু। দু’জনে ডিনার ডেটে গিয়েছিলেন। সেখানে নীতুকে ঋষি জিজ্ঞেস করেন, এত সিনেমায় সাইন করছ। বিয়ে করবে না”? তাঁরা প্রেম করছিলেন ঠিকই কিন্তু বিয়ের কথা ভাবেননি। উত্তরে নীতু বলেন, “বিয়ের জন্য ছেলে কোথায়”? তখন ঋষি বলে ওঠেন, “তাহলে আমি কে”?