TRENDING:

Neel Bhattacharya : ‘কৃষ্ণকলি’-র নিখিল কোথায় গেলেন? সে প্রশ্নের উত্তর দিলেন ‘উমা’-র অভিমন্যু

Last Updated:

শুরু হল নতুন ধারাবাহিক উমা (Uma) ৷ মূল ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং শিঞ্জিনী চক্রবর্তী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সযত্নে গয়নাবড়ি দেওয়া হাত আবার অবলীলায় বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিও হাঁকায়! সেরকমই এক কন্যার গল্প বলতে এল ‘উমা’ (Uma) ৷ সোমবার থেকে জি বাংলায় শুরু হল নতুন এই ধারাবাহিক ৷ মূল ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং শিঞ্জিনী চক্রবর্তী ৷
advertisement

প্রথম পর্ব সম্প্রচারের আগে ফেসবুক লাইভে অংশ নিলেন নীল ও শিঞ্জিনী ৷ ধারাবাহিকের দৌলতে নীলের এখন নতুন লুক ৷ রীতিমতো গোঁফে তা’ দিয়ে কথা বলছেন তিনি ৷ জানালেন, ‘উমা’ ধারাবাহিকে অভিমন্যুর চরিত্রে নতুন লুক উপভোগ করছেন ৷ জীবনে ক্রিকেট খেলার নতুন পর্ব উপভোগ্য তাঁর কাছেও ৷ জানালেন উমারূপী শিঞ্জিনী ৷ তাঁকে কথা দিয়েছেন অভিমন্যু ৷ ক্রিকেট শিখিয়ে দেবেন ৷

advertisement

আরও পড়ুন : পরমেশ্বরী এ বার সহচরী হয়ে পা রাখছেন দর্শকদের অন্দরমহলে

দর্শকদের কেমন লাগল ‘উমা’? সামাজিক মাধ্যমে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া এসেছে ৷ অনেকেই জানিয়েছেন, খুব ভাল লেগেছে ৷ অন্যদিকে এসেছে তির্যক মন্তব্যও ৷ কোনও নেটিজেন লিখেছেন, ‘‘ব্যাডমিন্টন নিয়ে দ্বীপ জ্বেলে যাই তারপর ফুটবল নিয়ে জয়ী আর এখন ক্রিকেট নিয়ে উমা...আপনারা গল্প খুজে পান না ?’’ আর এক জনের সহাস্য মন্তব্য, ‘‘ ক্রিকেট প্র্যাকটিস না করেও জাতীয় দলে খেলার নিনজা টেকনিক শুরু৷’’

advertisement

আরও পড়ুন : তালের বড়া নিয়ে এ আক্ষেপ রয়েই গেল সর্বজয়ার মেয়ে সারার

প্রসঙ্গত নতুন ধারাবাহিকের আগমনে পুরনো একাধিক ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে ৷ ভাল টিআরপি দেওয়া সত্ত্বেও ‘কৃষ্ণকলি’-কে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ৬ টার স্লটে ৷ ‘উমা’ সম্প্রচারিত হবে ‘কৃষ্ণকলি’-র আগের সময়ে অর্থাৎ সন্ধ্যা ৭ টায় ৷ কম টিআরপি-র কারণে সময় বদল হয়েছে ‘রিমলি’-র ৷ সন্ধ্যা ৬ টার বদলে ধারাবাহিকটি এ বার থেকে দেখা যাবে রাত সাড়ে এগারোটায় ৷ গুঞ্জন, এ বার এই ধারাবাহিক বন্ধ হতে চলেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শেষে অভিমন্যু-উমাকে জায়গা ছেড়ে দিলেন নিখিল-শ্যামা জুটি ৷ কিন্তু ‘কৃষ্ণকলি’ থেকেই বা নিখিল গেলেন কোথায়? সে উত্তরও দিলেন ‘অভিমন্যু’ ৷ জানালেন, তিনি শুনেছেন অনেকেই নিখিলকে নিয়ে কৌতূহলী ৷ কিন্তু তাঁর কথায়, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিখিল এখন একটু ছুটিতে গিয়েছেন ৷ আবার নিখিল ফিরবেন যথাসময়ে, যথাস্থানে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel Bhattacharya : ‘কৃষ্ণকলি’-র নিখিল কোথায় গেলেন? সে প্রশ্নের উত্তর দিলেন ‘উমা’-র অভিমন্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল