Sharbojoya : তালের বড়া নিয়ে এ আক্ষেপ রয়েই গেল সর্বজয়ার মেয়ে সারার

Last Updated:

সম্প্রচারের কয়েক দিনের মধ্যে দর্শক-মন জয় করে নিয়েছে দেবশ্রী রায়ের (Deboshree Roy ) অভিনয় তথা ‘সর্বজয়া’ (Sharbojoya) ধারাবাহিক ৷

কলকাতা : ধারাবাহিকের চিত্রনাট্যে যা অসম্ভব, সেটাই সম্ভব ফেসবুক লাইভে ৷ একসঙ্গে পাশাপাশি সোফায় বসে হাসিমুখে আড্ডা দিলেন সর্বজয়া এবং তাঁর দুই জা ৷ সঙ্গে হাজির ধারাবাহিকের বাকি কুশীলবও ৷
সম্প্রচারের কয়েক দিনের মধ্যে দর্শক-মন জয় করে নিয়েছে দেবশ্রী রায়ের (Deboshree Roy ) অভিনয় তথা ‘সর্বজয়া’ ধারাবাহিক ৷ টিআরপি তালিকায় ধারাবাহিকটি উঠে এসেছে দু নম্বরে ৷ সামনে শুধু ‘মিঠাই’ ৷ কিন্তু সোমবার থেকেই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে একই স্লটে শুরু হচ্ছে ‘আয় তবে সহচরী’ ৷ তাই দর্শকদের কাছাকাছি পৌঁছনর চেষ্টার কোনও কসুর রাখছেন না ‘সর্বজয়া’-র ইউনিট ৷ ধারণা নেটিজেনদের ৷
advertisement
সম্প্রতি এই ধারাবাহিকে দেখান হয়েছে দেবশ্রী রায়ের তালের বড়া তৈরির অংশ ৷ তাতে নেটিজেনরা যথেষ্ট কটাক্ষ করেছেন ৷ অনেকেরই বক্তব্য, তালের বড়া তৈরির মতো কাজ নিয়ে এত হৈ হৈ করার কী আছে ? ফেসবুক লাইভের শুরুতেই দেবশ্রী সেই প্রসঙ্গ তুললেন ৷ সঙ্গে জানালেন, ‘সর্বজয়া’-য় তাল পর্ব এখনই শেষ হচ্ছে না ৷ এ বার স্বামীর ঝা-চকচকে অফিসে তালের বড়া ও তালের ক্ষীর-সহ দেখা যাবে সর্বজয়াকে ৷
advertisement
advertisement
এ বারও কি সফল হবেন হার-না-মানা এই গৃহিণী ? জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি ৷ অফিসের লোকজন কি খাবেন তাঁর হাতের তালের বড়া ও তালের ক্ষীর? ‘লাইভ’-এ বসে সর্বজয়ার বড় জা-এর ভূমিকায় অভিনয় করা মৌমিতা গুপ্ত সন্দিগ্ধ সুরে হলেও বললেন, পছন্দ করলেও করতে পারেন ৷ তবে ছোট জা স্বাগতা মুখোপাধ্যায় কিন্তু একবগ্গা ৷ তিনি মনে করেন, অফিসের পরিবেশে ওইসব খাবার একদম চলবে না ৷ সে যতই বস-এর স্ত্রীর হাতের তৈরি হোক না কেন!
advertisement
এ ভাবেই টুকরো হাসিমজার জলতরঙ্গের মধ্যে এগিয়ে যায় ফেসবুক লাইভ ৷ কিন্তু সর্বজয়ার মেয়ে সারার কী মত? ধারাবাহিকে দেখা যায় সারা কখনও তাঁর মায়ের তীব্র বিরোধিতা করছেন ৷ আবার কখনও তিনি মায়ের পাশে থাকেন ৷ এ আসলে তাঁর চরিত্রে ভালমন্দ, দু’ রকম সত্তা ৷ মনে করেন সর্বজয়ার বড় জা মৌমিতা ৷ এই প্রসঙ্গে ছোট জা স্বাগতার আক্ষেপ, তাঁর এবং মৌমিতার চরিত্রের খল-সত্তাই শুধু দেখান হল৷ তাঁদের এই ছদ্ম খেদোক্তিতে হাসির রোলের পাশাপাশি ইউনিটে সকলের আর্জি দর্শকদের কাছে, দেখতেই হবে ‘সর্বজয়া’ ৷ তবে সর্বজয়ার মেয়ে সারা-র ভূমিকায় সঙঘমিত্রার একটি দুঃখ কিন্তু যাওয়ার নয় ৷ কারণ, অনস্ক্রিন তো বটেই! অফস্ক্রিনও তিনি তালের বড়া পাননি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sharbojoya : তালের বড়া নিয়ে এ আক্ষেপ রয়েই গেল সর্বজয়ার মেয়ে সারার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement