পাল্টা অভিযোগ আনলেন আলিয়াও। তাঁর আইনজীবীর রিজওয়ান সিদ্দিকির দাবি, আলিয়াকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সব রকম চেষ্টা করে নওয়াজের পরিবার। দিনের পর দিন নাকি আলিয়াকে অত্যাচার করেন তাঁরা। মক্কেলের উপর হওয়া অত্যাচারের একটি দীর্ঘ ফিরিস্তিও দেন তিনি।
আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা
advertisement
আরও পড়ুন: রাজামৌলীর হাত ধরে বলিউডে মহেশ! রেকর্ড দামে বিক্রি তাঁর নয়া ছবির স্বত্ব
দাবি করা হয়, নওয়াজের বাড়িতে খাবার, বিছানার মতো সাধারণ জিনিসগুলিও দেওয়া হত না আলিয়াকে। এমনকী তাঁকে শৌচাগারেও যেতে দেওয়া হত না। নওয়াজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। অভিযোগ, আলিয়ার আশেপাশে একাধিক পুরুষ দেহরক্ষীকে রাখা হত। নওয়াজ এবং আলিয়ার কনিষ্ঠ পুত্রের পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়। এমনকী তাঁর উপর নজর রাখার জন্য সিসিটিভিও বসানো হয়েছিল বলে দাবি করা হয়।
২০২১ সালে নওয়াজকে বিচ্ছেদের নোটিশ পাঠান আলিয়া। লকডাউনের সময় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তিনি।