TRENDING:

Nawazuddin Siddiqui's Wife Aaliya: মেয়েকে নিজের সহকারীর সঙ্গে বিদেশে এক হোটেলে থাকতে বাধ্য করেছ! নওয়াজকে তোপ আলিয়ার

Last Updated:

Nawazuddin Siddiqui's Wife Aaliya: নওয়াজের স্ত্রীর দাবি, অভিনেতা একজন ‘বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বাবা’। আলিয়ার কথায়, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর অভিনেতা আলিয়ার থেকে তাঁদের ছেলেমেয়েকে ছিনিয়ে নিতে চাইছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শিরোনামে বলিউডের তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর স্ত্রী (দাম্পত্যে চিড় ধরেছে বহুদিন আগেই) আলিয়া সিদ্দিকির সঙ্গে তাঁর পারিবারিক কলহ কুৎসিত আকার ধারণ করেছে। কখনও সোশ্যাল মিডিয়া, কখনও বা গণমাধ্যমের সাহায্যে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছেন দম্পতি। কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁদেরই দুই সন্তান। বুধবার সেই আগুনে ফের ঘী ঢাললেন আলিয়া।
নওয়াজউদ্দিনের পরিবার
নওয়াজউদ্দিনের পরিবার
advertisement

নওয়াজের স্ত্রীর দাবি, অভিনেতা একজন ‘বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বাবা’। শুধু তা-ই নয়, আলিয়ার কথায়, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর অভিনেতা আলিয়ার থেকে তাঁদের ছেলেমেয়েকে ছিনিয়ে নিতে চাইছে।

আরও পড়ুন: টাকা দিলেই মুখ বন্ধ আলিয়ার, সন্তানদের বন্দি করে রেখেছে ৪৫দিন ধরে! বিস্ফোরক নওয়াজ

তা ছাড়া আলিয়ার অভিযোগ, নওয়াজের সহকারী তাঁদের মেয়ে শোরাকে অশ্লীল ভাবে জড়িয়ে ধরেছে বহুবার। বাধা দেওয়া সত্ত্বেও এই ঘটনা বারবার ঘটেছে।

advertisement

আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে নয়, ছাড় শুধু মেয়েকে! নওয়াজের কাণ্ড প্রকাশ্যে আনলেন তাঁর ভাই

আলিয়ার বিবৃতিতে লেখা, ‘দায়িত্বজ্ঞানহীন বাবার মতো তুমি আমাদের মেয়েকে নিজের পুরুষ সহকারীর সঙ্গে অন্য দেশে পাঠিয়ে দিয়েছ। এবং তাদের এক হোটেলে থাকতে বাধ্য করেছ। এর জন্য আমার অনুমতি নেওয়া তো দূরের কথা, আমাকে জানাওনি পর্যন্ত। মেয়ে বারবার বাধা দেওয়া সত্ত্বেও এটা ঘটেছে। তুমি অস্বীকার করতে পারবে না যে আমি বা তুমি কেউ আশপাশে না থাকাকালীন তোমার ম্যানেজার এই কাজটা করেছে। তাও তুমি লোকটাকে বিশ্বাস করতে বলেছ এবং জন্মদাত্রী হিসেবে বাধা দেওয়ায় তুমি করেছ? আমাদের হুমকি দিয়েছ।’

advertisement

আলিয়া জানিয়েছেন, এই সমস্ত অভিযোগের প্রমাণ তাঁর কাছে আছে। নওয়াজ নাকি তাঁর টাকা এবং ক্ষমতা ব্যবহার করে আলিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আলিয়ার লেখা, ‘তুমি নিজের সন্তান বা আমার ব্যাপারে কোনওদিনই চিন্তা করোনি। আমার সঙ্গে দেখা করবে না বলে নিজের মাকে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে বাংলো থেকে বার করে দিয়েছ।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই খোলা চিঠির দু’দিন আগে নওয়াজ ইনস্টাগ্রামে দীর্ঘ লেখায় প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। নওয়াজের কথায়, ‘কেন আমার বাচ্চারা ভারতে আছে এবং ৪৫ দিন ধরে স্কুলে যাচ্ছে না জানেন? স্কুল আমাকে প্রতিদিন চিঠি পাঠাচ্ছে। আমার ছেলেমেয়েকে গত ৪৫ দিন ধরে বন্দি করে রাখা হয়েছে এবং দুবাইতে যেতে পারছে না স্কুলের জন্য। আমার থেকে টাকা দাবি করবে বলে আলিয়া ওদের নিয়ে এসেছে।’ অভিনেতার দাবি, বাচ্চাদের স্কুল ফি, চিকিৎসা, ভ্রমণ এবং কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়াও গত দু’বছর ধরে তিনি আলিয়াকে মাসে ১০ লক্ষ টাকা করে পাঠান। সন্তানদের সঙ্গে দুবাইতে গিয়ে থাকার আগে প্রতি মাসে ৫-৭ লাখ টাকা দিতে হত। এ ছাড়া আলিয়ার ৩টি ছবির জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন তিনি। যাতে আলিয়ার টাকা রোজগার হয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui's Wife Aaliya: মেয়েকে নিজের সহকারীর সঙ্গে বিদেশে এক হোটেলে থাকতে বাধ্য করেছ! নওয়াজকে তোপ আলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল