TRENDING:

Najariyaa : সাধারণ ছেলের সঙ্গে একাকিনী রানির প্রেমের পরিণতি কী হবে? জানতে হলে দেখতে হবে বহু পুরস্কৃত ‘নজরিয়া’

Last Updated:

Najariyaa : অভিষেক বসু পরিচালিত এই ছবির কেন্দ্রে রয়েছেন অভিজ্ঞ কত্থক শিল্পী তন্বী চৌধুরী, যিনি নিজে কত্থক নৃত্য পরিবেশন করে মোহিত করছেন সারা পৃথিবীর দর্শককে, গত দুই দশকেরও বেশি সময় ধরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : নজরিয়া ----A musical film৷ গানের গল্প, গল্পে গল্পে গান, নৃত্য গীত আধারিত এই ছবিটির লেখক, সঙ্গীত পরিচালনা এবং সমগ্র কাজটি পরিচালনা করেছেন অভিষেক বসু। ছবির শুভ সূচনা হয়ে গেল ২০ এপ্রিল, শহরের এক বিখ্যাত হোটেল ব্যাঙ্কোয়েটে। উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, সঙ্গীতনাটক পুরস্কারে ভূষিত,প্রি গ্র্যামি নমিনি শ্রদ্ধেয় সন্তুরবাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য, চলচ্চিত্র অভিনেতা,চিত্র পরিচালক ও অভিনেতা অনিন্দ্য সরকার, অভিনেত্রী অনিন্দিতা সরকার, এবং অন্যান্য বিশিষ্ট টলিউড ব্যক্তিত্ব।
Najariyaa is a musical film by Abhishek Basu
Najariyaa is a musical film by Abhishek Basu
advertisement

অভিষেক বসু পরিচালিত এই ছবির কেন্দ্রে রয়েছেন অভিজ্ঞ কত্থক শিল্পী তন্বী চৌধুরী, যিনি নিজে কত্থক নৃত্য পরিবেশন করে মোহিত করছেন সারা পৃথিবীর দর্শককে, গত দুই দশকেরও বেশি সময় ধরে। রয়েছেন বিশিষ্ঠ অভিনেতা ফৈয়জ খান,মডেল ও অভিনেতা দেবারুণ স্বরাজ,পোশাক পরিকল্পনায় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী, শ্রদ্ধেয় প্রযোজক হেমন্ত মার্দা,সন্তুর বাদক চিরদীপ সরকার, পিয়ানিস্ট অভীক গঙ্গোপাধ্যায় এবং ছবিটির সঙ্গে যুক্ত আরও কলা কুশীলবরা। তন্বী চৌধুরী অভিনেত্রী হিসেবে এটি প্রথম কাজ। অভিনেত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে চরিত্র ফুটিয়ে তুলেছেন।

advertisement

আরও পড়ুন : মাংসের মেটে পেলে আর কিছু চাই না? দেখুন শরীরের জন্য কতটা অপকারী মেটে

ছবিটি ইতিমধ্যেই দাদাসাহেব ফালকে, গোল্ডেন আর্থ ফিল্ম অ্যাওয়ার্ড, (টেক্সাস,ইউ এস এ) ওয়ান আর্থ অ্যাওয়ার্ড (ব্যাঙ্গালোর), লিফ্ট অফ ফিল্ম ফেস্টিভ্যাল প্যারিস, মিলান গোল্ড অ্যাওয়ার্ড (ইতালি), নিউ ইয়র্ক মুভি অ্যাওয়ার্ড, ডাইরেক্ট মান্থলি অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল (ইউ এস এ)  এর মতো কিছু  আন্তর্জাতিক প্রতিযোগিতায় নমিনেশন পেয়েছে। এবং আমেরিকান ট্র্যাক মিউজিক অ্যাওয়ার্ড, টেক্সাস শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সুইডেন ফিল্ম অ্যাওয়ার্ড ভার্জিন স্প্রিং সিনে ফিস্টের মত কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছে।

advertisement

আরও পড়ুন : ১ ডজন পাউরুটির লোফে সবসময়ই ১২ টার বেশি স্লাইস থাকে!এই অদ্ভুত রীতির কারণ কী?

ইন্ডিয়ান অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে দুটি পুরস্কার  এবং ভারত ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কারও এসেছে। অপেক্ষায় আছে আরও আটটি পুরস্কারের।

আরও পড়ুন : মেয়েদের শরীরে কোন অঙ্গে তিল থাকলে কী কী হয়? জানুন

advertisement

কাহিনীবিন্যাস অনেকটা এরকম-মহারাজা অভিমন্যু সিং-এর মহারানি সৌগন্ধ্যা, নৃত্যকলায় এবং সৌন্দর্যে অতুলনীয়া। রাজারা যেমন হন রক্ষণশীল, রানিকে পর্দানসীন রাখতে চান, তার অন্তঃস্থিত শিল্প সত্তায় কোনও মনোযোগ দেন না রাজা। একাকী রানী মনের মানুষ চান, এমন মানুষ যে  শিল্প বুঝবে, তার শিল্পী মনকে ছায়া দেবে, আলো দেবে। মধ্যবিত্ত পরিবারের ছেলে সাদামাটা ধ্রুব আসেন রানীর বন্ধুহীন জীবনে। প্রেমের বাঁধনে বাঁধা পড়েন রানি ও ধ্রুব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এর পর কী হল? প্রেম কি পরিণতি পেল? নাকি আধখানা কথাই ভালবাসার গল্পটিকে শ্রেষ্ঠত্ব দেবে? জানতে হলে আপনাকে ‘নজরিয়া’ দেখতে হবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Najariyaa : সাধারণ ছেলের সঙ্গে একাকিনী রানির প্রেমের পরিণতি কী হবে? জানতে হলে দেখতে হবে বহু পুরস্কৃত ‘নজরিয়া’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল