এ বার নচিকেতার আগুনপাখির গল্প বড় পর্দায় । ছবির নাম ‘আজকের শর্টকাট’ । নচিকেতার গল্পে অভিনয় করছেন একঝাঁক তারকা । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিককে । এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু। এই প্রথম বার ও পার বাংলার নায়িকা অপু বিশ্বাসের ভারতের সিনেমায় আত্মপ্রকাশ হতে চলেছে । এর আগে সুরে ও গানে দর্শকদের মনে আলাদা জায়গা নিয়ে ছিলেন শিল্পী নচিকেতা । কিন্তু এ বার আর গান নয়, বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্বকে নিয়ে গল্প বুনেছেন শিল্পী নচিকেতা ।
advertisement
ছবির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। বিশু বস্তির ছেলে । তার ঝুপড়ির পাশেই বহুতল । সেখানে থাকেন গৌরব । বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত । বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতি দিন ভারতে চিকিৎসা করাতে আসেন । তাঁদের নিয়েই এই গল্প । বাংলাদেশ থেকে আসা তেমনই এক তরুণীর চরিত্রে অপু । ঘটনাচক্রে যাঁর আলাপ হবে গৌরবের । ঘটনার অভিঘাতে নির্দিষ্ট সময়ের পরে সমান্তরাল খাতে বইবে দুই ভিন্ন মেরুর বাসিন্দার জীবন । কী ভাবে? সেটাই গল্পের মূল আকর্ষণ ।
আরও পড়ুন : বন্দি পাখিদের খাঁচামুক্ত করে মুক্তির গানের অভিনব আত্মপ্রকাশ
বিধাননগর, রাজারহাট, নিউটাউনে ছবির শ্যুট হয়েছে । চিত্রনাট্য, সংলাপে সুগত সিংহ। গানের দায়িত্বে কাহিনিকার স্বয়ং ।
আরও পড়ুন : ‘একজন জুতো হাতে তুলে নিলেই হবে না...’, পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে মারার ঘটনায় বললেন নচিকেতা
সব কিছু ঠিকঠাক থাকলে আগামি দু মাসের মধ্যেই মুক্তি পাবে " আজকের শর্টকার্ট " | নচিকেতার শ্রোতারা অধীর অপেক্ষায় দিন গুনছে বড়পর্দায় তাঁদের প্রিয় গায়ক কে দেখার |