TRENDING:

আগুনপাখির গল্প এ বার বড় পর্দায়, একঝাঁক তারকার সঙ্গে নিজের গল্পে অভিনয় করছেন নচিকেতাও

Last Updated:

Nachiketa Chakraborty : নচিকেতার আগুনপাখির গল্প বড়ো পর্দায়। ছবির নাম "আজকের শর্টকাট"। নচিকেতার গল্পে অভিনয় করছেন একঝাক তারকা। যার পরিচালনা করছেন পরিচালক সুবীর মন্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : প্রকাশ্যে এল নচিকেতা চক্রবর্তীর  ‘আজকের শর্টকাট’- এর ফার্স্টলুক । নচিকেতা চক্রবর্তী অভিনয় করছেন এই ছবিতে, এ খবর দর্শকরা আগেই পেয়েছিলেন । এবার শর্টকাটের ফার্স্টলুকে দেখা গেল গায়ক তথা অভিনেতা নচিকেতাকে । খুব শিগগিরই মুক্তি পাবে সুবীর মণ্ডলের এই ছবিটি ।
শর্টকাটের ফার্স্টলুকে দেখা গেল গায়ক তথা অভিনেতা নচিকেতাকে
শর্টকাটের ফার্স্টলুকে দেখা গেল গায়ক তথা অভিনেতা নচিকেতাকে
advertisement

এ বার নচিকেতার আগুনপাখির গল্প বড় পর্দায় । ছবির নাম ‘আজকের শর্টকাট’ । নচিকেতার গল্পে অভিনয় করছেন একঝাঁক তারকা । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিককে । এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু। এই প্রথম বার ও পার বাংলার নায়িকা অপু বিশ্বাসের ভারতের সিনেমায় আত্মপ্রকাশ হতে চলেছে । এর আগে সুরে ও গানে দর্শকদের মনে আলাদা জায়গা নিয়ে ছিলেন শিল্পী নচিকেতা । কিন্তু এ বার আর গান নয়, বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্বকে নিয়ে গল্প বুনেছেন শিল্পী নচিকেতা ।

advertisement

ছবির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। বিশু বস্তির ছেলে । তার ঝুপড়ির পাশেই বহুতল । সেখানে থাকেন গৌরব । বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত । বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতি দিন ভারতে চিকিৎসা করাতে আসেন । তাঁদের নিয়েই এই গল্প । বাংলাদেশ থেকে আসা তেমনই এক তরুণীর চরিত্রে অপু । ঘটনাচক্রে যাঁর আলাপ হবে গৌরবের । ঘটনার অভিঘাতে নির্দিষ্ট সময়ের পরে সমান্তরাল খাতে বইবে দুই ভিন্ন মেরুর বাসিন্দার জীবন । কী ভাবে? সেটাই গল্পের মূল আকর্ষণ ।

advertisement

আরও পড়ুন : বন্দি পাখিদের খাঁচামুক্ত করে মুক্তির গানের অভিনব আত্মপ্রকাশ

বিধাননগর, রাজারহাট, নিউটাউনে ছবির শ্যুট হয়েছে । চিত্রনাট্য, সংলাপে সুগত সিংহ। গানের দায়িত্বে কাহিনিকার স্বয়ং ।

আরও পড়ুন : ‘একজন জুতো হাতে তুলে নিলেই হবে না...’, পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে মারার ঘটনায় বললেন নচিকেতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সব কিছু ঠিকঠাক  থাকলে আগামি দু মাসের মধ্যেই মুক্তি পাবে " আজকের শর্টকার্ট " | নচিকেতার শ্রোতারা অধীর অপেক্ষায় দিন গুনছে বড়পর্দায় তাঁদের প্রিয় গায়ক কে দেখার |

বাংলা খবর/ খবর/বিনোদন/
আগুনপাখির গল্প এ বার বড় পর্দায়, একঝাঁক তারকার সঙ্গে নিজের গল্পে অভিনয় করছেন নচিকেতাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল