বন্দি পাখিদের খাঁচামুক্ত করে মুক্তির গানের অভিনব আত্মপ্রকাশ

Last Updated:

Music Video Launch : স্বাধীনতার পঁচাত্তর তম বার্ষিকী উপলক্ষে কল্যাণ সেন বরাটের সুরে, শুভ দাশগুপ্তের লেখা গান গেয়েছেন শিল্পী ঝুমকি সেন

খাঁচায় বন্দি পাখিদের মুক্তি দিয়ে সেই গানের আনুষ্ঠানিক প্রকাশ করা হল
খাঁচায় বন্দি পাখিদের মুক্তি দিয়ে সেই গানের আনুষ্ঠানিক প্রকাশ করা হল
কলকাতা : জন্মভূমি তোমায় নমি । স্বাধীনতার পঁচাত্তর তম বার্ষিকী উপলক্ষে কল্যাণ সেন বরাটের সুরে, শুভ দাশগুপ্তের লেখা গান গেয়েছেন শিল্পী ঝুমকি সেন।  খাঁচায় বন্দি পাখিদের মুক্তি দিয়ে সেই গানের আনুষ্ঠানিক প্রকাশ করা হল । উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, ঝুমকি সেন এবং কল্যাণ সেন বরাট ।
স্বাধীনতার পঁচাত্তর বছর পার । তবুও আছে দৈনন্দিন নানা সমস্যা,সামাজিক জটিলতা, রাজনৈতিক হিংসা । সেখানে এই গান প্রকৃত স্বাধীনতার কথা বলে । তথাকথিত মিউজিক লঞ্চের মতো এই  মিউজিক ভিডিও লঞ্চ হল না । বন্দি পাখিদের খাঁচা থেকে মুক্তি দেওয়া হল । শিল্পী ঝুমকি সেন, সুরকার কল্যাণ সেন বরাট, বিধায়ক দেবাশিস কুমার বন্দি পাখিদের একে, একে মুক্তি দেন ।
advertisement
শিল্পী ঝুমকি সেন বলেন, " ওদের আকাশ হল স্বাধীনতা । আমরা খাঁচায় বন্দি করে রাখি আমাদের ভাল লাগানোর জন্য । কিন্তু ওরা তো তাতে স্বাধীন থাকতে পারে না । প্রকৃত স্বাধীনতা হল সবাইকে সকলের মতো করে বাঁচতে দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া । অবলা পশু-পাখিদের শুধু নিজেদের মনোরঞ্জনের জন্য বন্দি করে না রাখা । তাই আমার নতুন গানের মুক্তি উপলক্ষে, অনেক বন্দি পাখিদের মুক্ত করে দিলাম । "
advertisement
advertisement
আরও পড়ুন :  দেশ জুড়ে 'হর ঘর তিরঙ্গা' উদযাপন, কেমন সাজল কিং খান থেকে সলমনের বাড়ি? দেখুন
কল্যাণ সেন বরাট বললেন," গানের সুরেরও যেমন কোনো বন্ধন থাকে না, সুর সর্বত্র বিরাজমান । ঠিক তেমনই প্রকৃতির মধ্যে সুরের উপস্থিতি, পাখিদের ডাক থেকে, নদীর কুলকুল বয়ে যাওয়ার শব্দ, গাছদের পাতা ঝরার মর্মর ধ্বনি সবেতেই সুর, সঙ্গীতের অধিষ্ঠান । এই স্বাধীনতার গানে সেই স্বাধীন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার জন্যই এমন অন্য ধারার মিউজিক লঞ্চ করা হল । ওদের মুক্তি দিয়েই নতুন গানের মুক্তি হল।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বন্দি পাখিদের খাঁচামুক্ত করে মুক্তির গানের অভিনব আত্মপ্রকাশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement