‘‘কিন্তু এবার আমরা একটা গানের জন্মদিন তাও তার শতবর্ষ উদযাপন করতে চলেছি। ইতিহাসে এরকম নজির খুবই কম, বিশেষত কোনও রবীন্দ্রসঙ্গীতের আলাদা করে জন্মদিন পালন হয়েছে এমনটা ঠিক মনে পড়ে না।’’ বিশিষ্ট সুরকার-যন্ত্রসংগীত শিল্পী দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত আয়োজনে, সঙ্গীত শিল্পী জোনাকি মুখোপাধ্যায়ের কন্ঠে, টাইমস মিউজিক থেকে মুক্তি পেতে চলেছে এই গান আগামী ১৬ অগাস্ট, স্পাইসেস এন্ড সসেস ক্যাফেতে, বিকেল ৪টা হবে এই অনুষ্ঠান৷ উপস্থিত থাকবেন জোনাকি মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র সহ এই সন্ধ্যার বিশেষ অতিথি শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন - Weather Update: ওড়িশার ওপর গভীর নিম্নচাপের কালো মেঘ, কী হবে কলকাতায়, লেটেস্ট ওয়েদার আপডেট
এটা একটা গানের শতবর্ষ
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৩ সালের ১৩ মার্চ গানটার রচনা করেন। স্বরলিপিকার ছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর। গানটা পিলু রাগে আধারিত। তাল দাদরা। প্রেম পর্যায়ের এবং গান উপপর্যায়ের গান,শান্তিনিকেতন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
আরও পড়ুন - হায় রে স্বাধীনতা! 'উঁচু জাতের' মাস্টারের গ্লাস ছোঁওয়ার কারণে মার খেয়ে মৃত্যু দলিত ছাত্রের
এই বিশেষ আয়োজনকে আরও বিশেষ করে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে "মাই স্ট্যাম্প" প্রকাশ করার। ভারতীয় ডাক বিভাগের এক বিশেষ সুবিধা "মাই স্ট্যাম্প"। এই গান প্রকাশের বিশেষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে "মাই স্ট্যাম্প", প্রকাশ করা হবে।
জোনাকি মুখোপাধ্যায় বললেন," আমার গানের মিউজিক ভিডিওতে ফেলে আসা ছেলেবেলার কথা ধরা পড়েছে। ভাল লাগছে যে গানটার শতবর্ষে আমার গানটা প্রকাশ করতে পারছি এই ভেবে।"
দেবজ্যোতি মিশ্র বললেন," এ গান আমার কাছে এক বাঁধন হারা প্রেমের গান। বিশু পাগল এখানে যেন শুধু নন্দিনীর জন্য নয়। রানুর জন্য ভানু গাইছেন এ গান। এমন একটি গানের শতবর্ষে এই বিশেষ মাই স্ট্যাম্পটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যাবে সময়ের কাছে।"
Manas Basak