সম্প্রতি কাঁথি থানার আইসি- র হস্তক্ষেপে মিটল শিল্পী ও আয়োজক ক্লাবের মধ্যে চলতে থাকা জটিলতা। আয়োজক ক্লাবের বিরুদ্ধে অনুষ্ঠান করতে আসা শিল্পীদের অভিযোগ, তাঁদের লক্ষ লক্ষ টাকার সঙ্গীতের যন্ত্রাংশ আটকে রাখে ক্লাব কর্তৃপক্ষ। এরপর অনুষ্ঠান করতে আসা শিল্পীদের সামনে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। ফলে কলকাতা থেকে কাঁথি যাওয়া শিল্পীরা হোটেল ভাড়া করে থেকে যেতে বাধ্য হন। ফিরতে পারেননি বাড়ি।
advertisement
এমনকি শিল্পী সমন্বয়ের সংস্থার পক্ষ থেকে ইমেলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানো হয়। অবশেষে কাঁথি থানায় মিটল সেই জটিলতা।
ঘটনার সূত্রপাত, ৩ এপ্রিল সোমবার রাতে। অনুষ্ঠান করতে আসার কথা ছিল অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায়-সহ সিরিয়ালের নায়িকার। কিন্তু ইভেন্ট সংস্থার কারণে ওইদিন অনুষ্ঠান করতে আসেননি দেবশ্রী-সহ অন্যান্য নামী শিল্পী। অর্গানাইজারের খামখেয়ালিপনায় বিচিত্রানুষ্ঠান পন্ড হয়ে যায়। অর্গানাইজারের সঙ্গে যোগাযোগ না হওয়ার ফলে দেবশ্রী রায় কাঁথি পৌঁছেও আবার কলকাতায় ফিরে যান কয়েক ঘণ্টার মধ্যে।
আরও পড়ুন: ‘অ্যাই নেমে যা’, মঞ্চে বাংলা গান গেয়ে হেনস্থার শিকার লোপামুদ্রা! পাল্টা জবাব গায়িকার
যদিও আয়োজক সংস্থা ক্লাবটি অর্গানাইজারকে দেবশ্রী রায় ও অন্য সিরিয়ালের নায়িকাদের জন্য টাকা মিটিয়ে দেয়। তারপরও অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মণ্ডপ এবং সমস্ত কিছু ভাঙচুর করে। এরপরই আয়োজক গোষ্ঠী ক্লাব সেখানে উপস্থিত মিউজিক্যাল গ্রুপ ও নৃত্যশিল্পীদের আটকে রাখে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে মানবেন্দ্র মণ্ডল বলেন, ‘‘তেমন কিছু ব্যাপার নয়, আমরা চাই কোনও সমস্যা না হোক।’’ সংস্থার এই প্রোগ্রাম না হওয়ার জন্য সেদিন এলাকার লোকে বিক্ষোভ দেখান। প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়। মাইক এবং লাইটেরও ক্ষতি হয়। সব মিলিয়ে একটি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে অর্গানাইজারের কাছে। ক্লাব কর্তৃপক্ষ মিউজিক ইন্সট্রুমেন্ট ও শিল্পীদের আটকে রাখে বলে অভিযোগ।
ক্লাব কর্তৃপক্ষের এই আচরণের প্রতিবাদ জানিয়ে শিল্পী সমন্বয় সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় জানান, এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। এমনকি ইমেল মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব জানিয়ে চিঠি লেখেন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অবশেষে কাঁথি থানায় দুই পক্ষের মধ্যে জটিলতা কাটে। কাঁথি থানার আইসির উপস্থিতিতে ক্লাব কর্তৃপক্ষ আটকে রাখা মিউজিক ইন্সট্রুমেন্ট ও শিল্পীদের ছেড়ে দেয়। কাঁথি থানা সূত্রে জানা যায়, এই ঘটনায় আয়োজক ক্লাবের সদস্যদের তীব্র ভর্ৎসনা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, তার জন্য সতর্ক করা হয়। যদিও ওই অনুষ্ঠানের ইভেন্ট অর্গানাইজার সংস্থার পক্ষ থেকে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি। এমনকি ওই সংস্থার প্রধানের ফোন বন্ধ।
Saikat Shee