বিগ বস জয়ের পর থেকেই সেলিব্রেশনে মেতেছেন মুন্নাওয়ার। বুধবার রাতে তারকাকে একটি স্টাইল পার্টিতে আসতে দেখা যায়। একটি অফ-হোয়াইট কো-অর্ড সেটে দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। তবে, সকলের নজর কাড়লেন মুন্নাওয়ারের সঙ্গে থাকা সুন্দরী তরুণী। তিনি আর কেউ নন। প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের কন্যা রেনে।
আরও পড়ুন: গোবিন্দা-অনিল কাপুরের নায়িকা, ভারি চেহারার জন্য বাদও পড়েন, হঠাৎ করেই উধাও হয়ে যান বলিউড থেকে !
advertisement
পার্টিতে অভিনেত্রী সুস্মিতা সেনের মেয়ে রিনি সেনকে নিয়ে এসেছিলেন মুন্নাওয়ার। দুজনে একই গাড়িতে অনুষ্ঠানস্থলে পৌঁছান। একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই মুন্নাওয়ার এবং সুস্মিতা কন্যার প্রেমের খবর শুরু হয়েছে জোর চর্চা। প্রাক্তন বিশ্বসুন্দরীর কন্যাও দেখতেও লাগছিল অসাধারণ।
একটি পীচ স্ট্র্যাপি ক্রপ টপ এবং নীল ডেনিমে রেনের থেকে চোখ ফেরানো দায়। দুই তারকার নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেন নি। প্রসঙ্গত, এই পার্টিতে মুন্নাওয়ার এবং রেনে ছাড়াও ছিলেন তারকাদের মধ্যমনি ওরি।