গোবিন্দা-অনিল কাপুরের নায়িকা, ভারি চেহারার জন্য বাদও পড়েন, হঠাৎ করেই উধাও হয়ে যান বলিউড থেকে !

Last Updated:
বলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী আর কেউ নন, শিল্পা শিরোদকর। ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেন।
1/7
একসময় গোবিন্দার নায়িকা ছিলেন। তাঁর অভিনয়ের ভক্ত ছিলেন তামাম দর্শক। কিন্তু হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান। শুধু গোবিন্দা নন, অনিল কাপুর, অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন এই সুন্দরী অভিনেত্রী। কেরিয়ারে উপহার দিয়েছেন অজস্র হিট ছবি।
একসময় গোবিন্দার নায়িকা ছিলেন। তাঁর অভিনয়ের ভক্ত ছিলেন তামাম দর্শক। কিন্তু হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান। শুধু গোবিন্দা নন, অনিল কাপুর, অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন এই সুন্দরী অভিনেত্রী। কেরিয়ারে উপহার দিয়েছেন অজস্র হিট ছবি।
advertisement
2/7
বলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী আর কেউ নন, শিল্পা শিরোদকর। ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেন। এই ছবিতে তিনি মিঠুন চক্রবর্তী ও রেখার সঙ্গে পর্দা ভাগ করে নেন। প্রথম ছবিতেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরা। তৈরি হয় নিজস্ব পরিচিতি।
বলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী আর কেউ নন, শিল্পা শিরোদকর। ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেন। এই ছবিতে তিনি মিঠুন চক্রবর্তী ও রেখার সঙ্গে পর্দা ভাগ করে নেন। প্রথম ছবিতেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরা। তৈরি হয় নিজস্ব পরিচিতি।
advertisement
3/7
১৯৯০ সালে অনিল কাপুরের সঙ্গে 'কিষণ কানহাইয়া' ছবিতে কাজ করেছিলেন শিল্পা। এই ছবিতে অনিল কাপুরের স্ত্রীর ভূমিকায় দেখা যায় তাঁকে। শিল্পার ‘আদর্শ পুত্রবধূ’ চরিত্র খুব পছন্দ করেন দর্শকরা। অনিল কাপুর ছাড়াও শিল্পা তাঁর কেরিয়ারে অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছেন।
১৯৯০ সালে অনিল কাপুরের সঙ্গে 'কিষণ কানহাইয়া' ছবিতে কাজ করেছিলেন শিল্পা। এই ছবিতে অনিল কাপুরের স্ত্রীর ভূমিকায় দেখা যায় তাঁকে। শিল্পার ‘আদর্শ পুত্রবধূ’ চরিত্র খুব পছন্দ করেন দর্শকরা। অনিল কাপুর ছাড়াও শিল্পা তাঁর কেরিয়ারে অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছেন।
advertisement
4/7
১৯৯৩ সালে মুক্তি পাওয়া গোবিন্দা এবং চাঙ্কি পান্ডের 'আঁখে' আজও মানুষের প্রিয়। এই ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা। গোবিন্দার বিপরীতে নায়িকার চরিত্র। গোবিন্দা ও শিল্পার রসায়নও জমে যায়। এই ছবির গানগুলোও দারুণ হিট হয়েছিল। এক দশকেরও বেশি অভিনয় জীবনে অনেক হিট ছবিতে কাজ করেছেন শিল্পা।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া গোবিন্দা এবং চাঙ্কি পান্ডের 'আঁখে' আজও মানুষের প্রিয়। এই ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা। গোবিন্দার বিপরীতে নায়িকার চরিত্র। গোবিন্দা ও শিল্পার রসায়নও জমে যায়। এই ছবির গানগুলোও দারুণ হিট হয়েছিল। এক দশকেরও বেশি অভিনয় জীবনে অনেক হিট ছবিতে কাজ করেছেন শিল্পা।
advertisement
5/7
এর মধ্যে 'ত্রিনেত্র', 'হাম', 'খুদা গওয়াহ', 'আঁখে', 'পেহচান', 'গোপী কিষণ', 'বেওয়াফা সনম', 'মৃত্যুদণ্ড' অন্যতম। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেন। আর বিয়ের পরই বলিউডকে ‘অলবিদা’ বলে দেন অভিনেত্রী। ২৪ বছর আগে অর্থাৎ ২০০০ সালে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি ‘গজ গামিনী’।
এর মধ্যে 'ত্রিনেত্র', 'হাম', 'খুদা গওয়াহ', 'আঁখে', 'পেহচান', 'গোপী কিষণ', 'বেওয়াফা সনম', 'মৃত্যুদণ্ড' অন্যতম। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেন। আর বিয়ের পরই বলিউডকে ‘অলবিদা’ বলে দেন অভিনেত্রী। ২৪ বছর আগে অর্থাৎ ২০০০ সালে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি ‘গজ গামিনী’।
advertisement
6/7
তবে প্রতিষ্ঠিতা নায়িকা হওয়ার পরেও বলিউডে অনেক প্রত্যাখানের মুখে পড়তে হয়েছিল শিল্পাকে। তাঁর ভারি চেহারার জন্য হাতছাড়া হয় একাধিক ছবি। ইটাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে শিল্পা বলেছিলেন, ‘দিল সে সিনেমার ছাঁইয়া ছাঁইয়া গান প্রথমে তাঁর করার কথা ছিল। কিন্তু পরিচালক ছিপছিপে তরুণী চাইছিলেন। শেষ পর্যন্ত মালাইকা আরোরাকে নেওয়া হয়’।
তবে প্রতিষ্ঠিতা নায়িকা হওয়ার পরেও বলিউডে অনেক প্রত্যাখানের মুখে পড়তে হয়েছিল শিল্পাকে। তাঁর ভারি চেহারার জন্য হাতছাড়া হয় একাধিক ছবি। ইটাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে শিল্পা বলেছিলেন, ‘দিল সে সিনেমার ছাঁইয়া ছাঁইয়া গান প্রথমে তাঁর করার কথা ছিল। কিন্তু পরিচালক ছিপছিপে তরুণী চাইছিলেন। শেষ পর্যন্ত মালাইকা আরোরাকে নেওয়া হয়’।
advertisement
7/7
আমির খানের সঙ্গে শিল্পা শিরোদকর
আমির খানের সঙ্গে শিল্পা শিরোদকর
advertisement
advertisement
advertisement