গোবিন্দা-অনিল কাপুরের নায়িকা, ভারি চেহারার জন্য বাদও পড়েন, হঠাৎ করেই উধাও হয়ে যান বলিউড থেকে !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী আর কেউ নন, শিল্পা শিরোদকর। ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘দুর্নীতি’ চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেন।
advertisement
advertisement
advertisement
১৯৯৩ সালে মুক্তি পাওয়া গোবিন্দা এবং চাঙ্কি পান্ডের 'আঁখে' আজও মানুষের প্রিয়। এই ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা। গোবিন্দার বিপরীতে নায়িকার চরিত্র। গোবিন্দা ও শিল্পার রসায়নও জমে যায়। এই ছবির গানগুলোও দারুণ হিট হয়েছিল। এক দশকেরও বেশি অভিনয় জীবনে অনেক হিট ছবিতে কাজ করেছেন শিল্পা।
advertisement
advertisement
তবে প্রতিষ্ঠিতা নায়িকা হওয়ার পরেও বলিউডে অনেক প্রত্যাখানের মুখে পড়তে হয়েছিল শিল্পাকে। তাঁর ভারি চেহারার জন্য হাতছাড়া হয় একাধিক ছবি। ইটাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে শিল্পা বলেছিলেন, ‘দিল সে সিনেমার ছাঁইয়া ছাঁইয়া গান প্রথমে তাঁর করার কথা ছিল। কিন্তু পরিচালক ছিপছিপে তরুণী চাইছিলেন। শেষ পর্যন্ত মালাইকা আরোরাকে নেওয়া হয়’।
advertisement