TRENDING:

আঘাত হানা ছুরির সঙ্গে মিল...সইফকে হামলার ঘটনায় অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা পুলিশ! আদালতে পেশ গুরুত্বপূর্ণ তথ্য

Last Updated:

অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা করার সময় পুলিশ আদালতকে জানিয়েছে, সইফ আলি খানের উপর হামলা চালাতে ব্যবহার করা অস্ত্রের অংশের সঙ্গে মিলে গিয়েছে উদ্ধার হওয়া তিনটি টুকরোই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সইফ আলি খানের উপর ছুরিকাঘাতের মামলায় অভিযুক্তের জামিনের আর্জির বিরোধিতা করল মুম্বই পুলিশ। শুক্রবার পুলিশ আধিকারিকরা মুম্বই আদালতে জানিয়েছেন, অভিনেতার শিরদাঁড়ার কাছে গেঁথে থাকা ছুরির টুকরো এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছুরির টুকরোর সঙ্গে অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলামের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি ম্যাচ করে গিয়েছে। অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা করার সময় পুলিশ আদালতকে বলে যে, সইফ আলি খানের উপর হামলা চালাতে ব্যবহার করা অস্ত্রের অংশের সঙ্গে মিলে গিয়েছে উদ্ধার হওয়া তিনটি টুকরোই।
News18
News18
advertisement

আদালতে পেশ করা লিখিত জবাবে পুলিশ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টেরও উল্লেখ করেছে। আদালতের কাছে আরও জানানো হয়েছে যে, মুম্বইয়ের কলিনায় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে কেমিক্যাল অ্যানালিসিস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ছুরির তিনটি টুকরোকে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা গিয়েছে যে, উদ্ধার হওয়া তিনটি টুকরোই একই ছুরির অংশ।

আরও পড়ুন: ডাবের জল খেয়ে ১ ঘণ্টার মধ‍্যে মৃত‍্যু! ব্রেন ড‍্যামেজ, ভুলভাবে খেলেই সর্বনাশ, গরমে খাওয়ার আগে এখনই জানুন

advertisement

এর পাশাপাশি জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে পুলিশ জানায় যে, অভিযুক্ত একজন বাংলাদেশের নাগরিক। সে অবৈধ ভাবে ভারতে বসবাস করছিল। পুলিশের দাবি, সেই কারণে অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই কোনও ভাবেই তার জামিন পাওয়া উচিত নয়। পুলিশ আরও জানিয়েছে যে, অপরাধটি অত্যন্ত গুরুতর প্রকৃতির ছিল এবং অভিযুক্তের বিরুদ্ধে জোরালো প্রমাণও পাওয়া গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ফের সেই ট‍্যাংরা…বাইক রাখা নিয়ে ধস্তাধস্তি, মৃত্যু! ব্যবসায়ীকে খুনের অভিযোগে ধৃত ৩

প্রসঙ্গত, ওই ঘটনায় অভিযুক্ত জামিনের আবেদন জানিয়েছিল। সেই সঙ্গে এও দাবি করেছে যে, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। জামিনের আবেদনে বলা হয়েছে যে, এফআইআর স্পষ্টতই মিথ্যা এবং তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

advertisement

গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে মধ্যরাতে নিজের মুম্বইয়ের বাসভবনেই এক আততায়ীর হামলার মুখে পড়েছিলেন অভিনেতা সইফ আলি খান। অভিযোগে বলা হয়েছে যে, রাত ২টো নাগাদ ছোট ছেলে জেহ-র ঘর থেকে এক মহিলাকর্মীর আর্তনাদ শুনতে পেয়েছিলেন অভিনেতা। সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। যার জেরে সইফ এবং হামলাকারীর মধ্যে ধস্তাধস্তিও হয়। ফলে হামলাকারীর ছুরির আঘাতে চোট পেয়েছিলেন সইফ এবং ওই মহিলা কর্মীও।

advertisement

আরও পড়ুন: সংসদে উপস্থিতি নিয়ে প্রশ্ন! নওশাদকে আইনি নোটিস পাঠালেন অভিষেক

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এদিকে সইফ আলি খানের উপর ছুরিকাঘাত চালানোর অভিযোগ উঠেছে মহম্মদ শরিফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ, ডাকাতির অছিলায় অভিনেতার বাড়িতে অতর্কিতে প্রবেশ করেছিল সে। প্রায় ৬ বার সইফ আলি খানকে ছুরির কোপ মেরেছিল সে। সঙ্গে সঙ্গে অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে। এরপর চিকিৎসার পর ২১ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
আঘাত হানা ছুরির সঙ্গে মিল...সইফকে হামলার ঘটনায় অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা পুলিশ! আদালতে পেশ গুরুত্বপূর্ণ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল