সংসদে উপস্থিতি নিয়ে প্রশ্ন! নওশাদকে আইনি নোটিস পাঠালেন অভিষেক
- Published by:Ankita Tripathi
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকি। সংসদে অভিষেকের উপস্থিত থাকা নিয়ে এক বিবৃতিও দিয়েছেন নওশাদ। ভাঙড়ের বিধায়ককে আইনি নোটিস পাঠিয়ে সেই বিবৃতি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন অভিষেক।
ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিকে আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকি। সংসদে অভিষেকের উপস্থিত থাকা নিয়ে এক বিবৃতিও দিয়েছেন নওশাদ। ভাঙড়ের বিধায়ককে আইনি নোটিস পাঠিয়ে সেই বিবৃতি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন অভিষেক।
ওই নোটিস পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। নওশাদ এক ভিডিও বার্তায় বলেন, ‘ অভিষেক সংসদে ছিলেন? আমি তো অনেকক্ষণ ভিডিয়ো দেখছিলাম। আমি তো এটা খুঁজছি যে, সংসদে তৃণমূলের ক’জন সাংসদ উপস্থিত ছিলেন এবং ক’জন উপস্থিত ছিলেন না। আমিও দেখছি, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা গ্রহণ করে। তার পরে কী ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি দেখাব।’
advertisement
advertisement
এই বিষয়ে সাংসদ-আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, “নওশাদ কি পাগল হয়ে গেছে। নওশাদ ফালতু কথা বলছে। অভিষেক সেদিন রাত তিনটে অবধি ছিল। আমার পাশে বসেছিল অভিষেক।” আইনজীবী জানিয়েছেন, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নওশাদ তাঁর বিবৃতি প্রত্যাহার না করলে এবং ওই বিবৃতির ব্যাখ্যা না দিলে অভিষেক কড়া আইনি পদক্ষেপ করবেন।
advertisement
প্রসঙ্গত ওয়াকফ নিয়ে লোকসভায় আলোচনার দিনে হুইপ জারি করেছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। গত ৩ তারিখ সংসদে উপস্থিত ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। এমনকি তৃণমূলের বিভিন্ন সাংসদরা যে ছবি পোস্ট করেছেন সেখানেও দেখা যাচ্ছে অভিষেক বন্দোপাধ্যায় মধ্যরাতের পরে বেরোচ্ছেন সংসদ থেকে।
advertisement
আবার লোকসভা টিভিতেও ভোটাভুটির সময়ের যে ছবি দেখা যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে দলীয় সাংসদদের সাথে বসে আছেন অভিষেক বন্দোপাধ্যায়। এই অবস্থায় আই এস এফ বিধায়কের মন্তব্য নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 5:57 PM IST