জানা গিয়েছে, গত সপ্তাহে বেশ কয়েকদিন মুম্বইয়ের খার-এর বাড়িতে ছিলেন না অভিনেত্রী। তবে, তিনি না থাকলেও, বাড়িতে ছিলেন ৩ জন পরিচারক, পরিচারিকা, যাঁদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। মৌসুমী চট্টোপাধ্যায় ফিরে আসার পরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য-- সোনার বালা, নগদ ১ লক্ষ টাকাসহ আরও বেশ কিছু মূল্যবান জিনিস বাড়ি থেকে উধাও !
advertisement
এরপরই খার থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তদন্তে পুলিশ তাঁর বাড়ির পরিচারক, পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু ২ জন পরিচারিকার মধ্যে সুনিতা নামের এক পরিচারিকা নিখোঁজ ছিলেন । পুলিশ তাঁর খোঁজে মৌসুমীর সান্তাক্রুজের বাড়িতে হাজির হন। সেখান থেকেই গ্রেফতার করা হয় সুনিতাকে।
সুনিতার প্রতিবেশীরা জানান, তিনি নাকি সোনার দোকানে গিয়েছিলেন। সেখানে হানা দিয়ে পুলিশ চুরি যাওয়া গয়না বিক্রির আগেই উদ্ধার করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় গ্রেফতার করা হয় সুনিতাকে।
আরও পড়ুন-প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা আদতে কেমন ? এবার প্রকাশ্যে মুখ খুললেন শাহিদ