প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা আদতে কেমন ? এবার প্রকাশ্যে মুখ খুললেন শাহিদ

Last Updated:
#মুম্বই: তখন ২০০৯ সাল! চলছে 'কামিনে'-র শুটিং! বলিটাউন শাহিদ কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জনে উত্তাল !  যদিও তাঁরা কখনও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। বরাবর দাবি করেছেন, 'উই আর গুড ফ্রেন্ডস !'
তবে, সম্পর্ক যাই থাক, একসময়ে তাতে ভাঙন ধরল! তবে তারপরও প্রিয়াঙ্কা, শাহিদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়িনি! নিজেদের মতো জীবনে এগিয়ে গিয়েছেন! শাহিদ আগেই গাঁটছড়া বেঁধেছিলেন মীরা রাজপুতের সঙ্গে, প্রিয়াঙ্কা মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে সাতপাকে ঘুরলেন এ'বছর! রিসেপশনে পিগির অন্য কোনও প্রাক্তনকে দেখা না গেলেও, মীরাকে সঙ্গে নিয়েই উপস্থিত ছিলেন শাহিদ ।
advertisement
নিক-প্রিয়াঙ্কা এখন 'ক্লাউড নাইন'-এ! সুইৎজারল্যান্ডে মধুচন্দ্রিমায়! শোনা যাচ্ছে, দেশে ফিরেই সোজা আহমেদাবাদে উড়ে যাবেন 'ফ্যাশন' স্টার, 'দ্য স্কাই ইস পিঙ্ক'-এর শুটিংয়ের জন্য।
advertisement
এরমধ্যেই প্রাক্তন প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন শাহিদ। সম্প্রতি ভাই ঈশান খটটরের সঙ্গে 'কফি উইথ করণ'-এ হাজির হয়েছিলেন 'যব উই মেট' স্টার। সেখানেই উঠে আসে প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গ। শাহিদকে বলা হয়, নিক-কে কোনও একটা পরামর্শ দিতে ! মুচকি হেসে, এক্কেবারে জেন্টলম্যান-এর মতো প্রাক্তন বান্ধবীর স্বামীর উদ্দেশ্যে 'কামিনে'স্টারের বক্তব্য ছিল, ''কখনও পিছিয়ে এসো না বন্ধু, তোমার কাছে 'অরিগিন্যাল' দেশি গার্ল আছে!''
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা আদতে কেমন ? এবার প্রকাশ্যে মুখ খুললেন শাহিদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement