আরও পড়ুন- এক হাসিনা থি এক দিওয়ানা থা'র আইনি জটে সুন্দর পিচাই! এফআইআর দায়ের পরিচালকের
মৌনি এবং হবু বর সূরজ নাম্বিয়ার দু’জনকেই সাদা পোশাকে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে মৌনি একটি সাদা ঐতিহ্যবাহী পোশাকে এবং সূরজ সাদা কুর্তায় সেজে চিত্রগ্রাহকদের পোজ দিচ্ছেন। একটি ভিডিওতে অভিনেত্রী মৌনিকে সূরজকে আলিঙ্গন করতেও দেখা যাচ্ছে।
মৌনি মেহেন্দি অনুষ্ঠানে একটি হলুদ রঙের পোশাক পরেছিলেন। অভিনেত্রীর ফ্যান পেজ থেকে অনুষ্ঠানের ভিডিওগুলি শেয়ার করা হয়েছে:
ওমকার কাপুর, অর্জুন বিজলানি এবং মনমীত সিংয়ের মতো সেলিব্রিটিরা ইতিমধ্যেই মৌনি এবং সূরজের বিয়ের উদযাপনে মেতে উঠেছেন।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিনেত্রী মন্দিরা বেদিও। তিনি বর এবং কনের সঙ্গে পোজ দিয়ে গায়ে হলুদ এবং মেহেন্দির ছবি শেয়ার করেছেন তিনি।
মৌনি এবং সূরজ কখনই তাঁদের প্রেমের সম্পর্ক নিশ্চিত করে জানাননি। এই সপ্তাহের গোড়ায় যখন চিত্রসাংবাদিকরা বিয়ের জন্য অভিবাদন জানান, মৌনি তাঁদের ধন্যবাদ জানিয়ে বিয়ের তারিখ ঘোষণা করেন।
আরও পড়ুন- টেলি তারকা অনিন্দিতাকে সিঁদুর পরালেন সুদীপ ! সামনে এল বিয়ের ভিডিও
মহামারীর তৃতীয় ঢেউয়ের কারণে, অভিনেত্রী মৌনি বিয়ের পরিকল্পনায় কাটছাঁট করেছেন বেশ কিছু। মৌনি তাঁর অতিথিদের তালিকা কমিয়েছেন এবং বিয়েতে আসতে হলে অতিথিদের করোনা পরীক্ষা আরটিপিসিআর রিপোর্ট নিয়ে আসার বিষয়টিও নিশ্চিত করেছেন। সূত্রের খবর, মৌনি নিজের সমস্ত সহকর্মী এবং বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেননি। পরে মুম্বইতে তাঁদের জন্য একটি আয়োজন করবেন বলে জানা গিয়েছে।