TRENDING:

Monami Ghosh on Swatilekha Sengupta: "চড় মেরেই স্বাতী আন্টি আদর করেছিলেন", স্বাতীলেখা দাশগুপ্তকে নিয়ে স্মৃতি মনামী ঘোষের

Last Updated:

Monami Ghosh live: মনামী এখন নায়িকা থেকে হয়েছেন গায়িকাও৷ এই গানের মাধ্যমে গায়িকা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন মনামী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশাশুরু এবং বেলাশেষে ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা দাশগুপ্তের সঙ্গে কাজ করেছেন মনামী ঘোষ৷ দুই স্বনামধন্য অভিনেতাকে নিয়ে অনেক স্মৃতি রয়েছে মনামীর৷ সৌমিত্র চট্টোপাধ্যায়কে তিনি ডাকতেন সৌমিত্র জ্যেঠু বলে এবং স্বাতীলেখা ছিলেন মনামীর স্বাতী অ্যান্টি৷ News18 বাংলার ফেসবুক লাইভে মনামী ভাগ করে নিলেন তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা৷
advertisement

সৌমিত্র জ্যেঠু খুব গল্প করত৷ একটা কোনও শট হয়েছে৷ হয়ত তেমন কোনও শট তাঁর পুরনো ছবিতেও হয়েছিল৷ সেই গল্প সকলকে বলতেন জ্যেঠু৷ শুনতে খুবই ভাল লাগত৷ সেই সাদা-কালো ছবির সব গল্প৷ লাইভে কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়লেন মনামী৷ বেলাশুরু ছবির পরিবারের সঙ্গে যেন আত্মীক যোগ হয়ে গিয়েছে সব অভিনেতার৷ বেলাশেষে থেকে বেলাশুরু পর্যন্ত একটা লম্বা জার্নির সাক্ষি রয়েছেন বাংলার দর্শক৷ খুবই পছন্দ হয়েছে সকলের৷ ছবির সেটের কিছু গল্প শেয়ার করলেন মনামী৷

advertisement

ছবিতে স্বাতীলেখা ছিলেন মনামীর মা৷ আর সেই মায়ের হাতে থাপ্পড় খেতে হয়েছিল মনামীকে৷ তিনি জানান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করা হচ্ছিল সিনটা৷ ফলে একটা থাপ্পড় প্রায় ৫-৬ বার শ্যুট করা হয়৷ স্বাতী আন্টি খুবই কুণ্ঠাবোধ করছিলেন৷ জোরে থাপ্পড় মারতে খুব মায়া হচ্ছিল আন্টির৷ বারবার বলছিলেন আহা-রে, মেয়েটার কী লাগছে৷ আমি বরং উল্টে বলি জোরে মারতে, একেবারে যেমনভাবে মায়েরা মেয়েদের মারে, সেভাবে৷ আর প্রতিটা সিনের পর স্বাতী আন্টি আমায় আদর করেছিল৷

advertisement

আরও পড়ুন Monami Ghosh Live: সিরিয়ালে লিড রোল, ছবিতে কেন পার্শ্ব চরিত্রে? মনামীর উত্তর...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেলাশুরু ছবিতে মনামীর অভিনয় বেশ ভাল গেলেছে দর্শকদের৷ সঙ্গে তিনি এই ছবি থেকে টাপা টিনি গার্লের খেতাব পেয়েছেন৷ ছবির এই গানের সঙ্গে তাঁর নাচ এবং তার প্রচার সকলের নজর কেড়েছে৷ তবে এবার বাজারে এসেছে মনামীর ভিটামিন এম৷ মনামী এখন নায়িকা থেকে হয়েছেন গায়িকাও৷ এই গানের মাধ্যমে গায়িকা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন মনামী৷ আর ভিটামিন এম-এ তাঁর অভিনয় জীবন গড়ার কাহিনি উঠে এসেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Monami Ghosh on Swatilekha Sengupta: "চড় মেরেই স্বাতী আন্টি আদর করেছিলেন", স্বাতীলেখা দাশগুপ্তকে নিয়ে স্মৃতি মনামী ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল