Monami Ghosh Live: সিরিয়ালে লিড রোল, ছবিতে কেন পার্শ্ব চরিত্রে? মনামীর উত্তর...

Last Updated:

Vitamin M নিয়ে এসেছেন মনামী ঘোষ৷ নায়িকা হয়েছেন গায়িকা৷

#কলকাতা: মনামী ঘোষ (Monami Ghosh) ভাল অভিনেত্রী৷ সাতকাতন ধারাবাহিকে অভিনয় দিয়ে শুরু তাঁর অভিনয়৷ সেই থেকে শুরু৷ ১৯৯৭ থেকে অভিনয় জগতে পা রেখেছেন তিনি৷ ২৫টা বছর পেরিয়ে তিনি এখন যথেষ্ট পরিচিত৷ বাংলা ধারাবাহিকে খুবই জনপ্রিয় তিনি৷ বেশ কয়েকটি ধারাবাহিকে তিনিই ছিলেন লিড৷ ছবিতেও কাজ করেছেন মনামী৷ তবে মুখ্য ভূমিকায় নয়৷ কেন?
অভিনেত্রীকে প্রশ্ন করতেই তিনি জানালেন যে, এই উত্তর নেই তাঁর কাছে৷ যথেষ্ট দক্ষতার সঙ্গে অভিনয় করেন, নিজেই সে কথা বললেন৷ তবে ছবিতে কেন লিড চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান না, তা সরাসরি News18 বাংলার লাইভে এসে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিলেন পরিচালকদের উদ্দেশ্যে৷ "কেন আমায় ছবিতে সেভাবে কাজ দেওয়া হয় না, সেটা পরিচালকদের জিজ্ঞাসা করুন৷ আমি জানি না৷" সোজাসাপ্টা উত্তর ইরাবতীর চুপকথার ইরার৷
advertisement
advertisement
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বেলাশুরু ছবিতে৷ সৌমিত্র-স্বাতীলেখার মেয়ের ভূমিকায় ছিলেন মনামী৷ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে৷ এছাড়ার ছবিতে টাপা টিনি গানটির সঙ্গ দারুণ নেচেছেন মনামী৷ ইতিমধ্যেই টাপা-টিনি গার্ল হিসেবে সকলে তাঁকে ডাকতে শুরু করেছেন৷ ছবির প্রচারেও সর্বত্র টাপা টিনি গানের সঙ্গে পারফর্ম করেছেন মনামী ঘোষ৷ তবে আপাতত তিনি ব্যস্ত ভিটামিন এম নিয়ে৷ তিনি বলছেন "পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব৷"
advertisement
Vitamin M নিয়ে এসেছেন মনামী ঘোষ৷ নায়িকা হয়েছেন গায়িকা৷ এটাই তাঁর প্রথম গান৷ এতদিন তিনি শুধুমাত্র অভিনয় করেছেন৷ ধারাবাহিক থেকে বাংলা ছবি, সবতেই সাবলীল মনামী৷ তিনি ভাল নাচেন, সেটা সকলের জানা৷ তবে গান গাইতে পারেন, সেটা জানা গেল সম্প্রতি৷ ভিটামিন এম গেয়ে তিনি ভাল সাড়া পেয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Monami Ghosh Live: সিরিয়ালে লিড রোল, ছবিতে কেন পার্শ্ব চরিত্রে? মনামীর উত্তর...
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement