Alia Bhatt Baby Bump: সন্তান আসছে, শরীরে ছাপ স্পষ্ট আলিয়ার, গাড়িতেই স্বামী রণবীরকে আলত আদর, দেখুন ভিডিও

Last Updated:

Ranbir Kapoor-Alia Bhatt: এখন কাপুরদের নতুন প্রজন্মের অপেক্ষা করছে সকলেই৷

#মুম্বই: মা হতে চলেছেন আলিয়া ভাট্ট৷ নিজে জানিয়েছেন গুড নিউজ৷ তবে সন্তান প্রসবে এখনও কিছুটা সময় বাকি৷ ফলে এখনও চুটিয়ে কাজ করছেন আলিয়া৷ সম্প্রতি নিজের প্রথম হলিউড ছবি হার্ট অব স্টোন (Heart Of Stone)-এর শ্যুটিং করতে তিনি গিয়েছেন লন্ডন৷ কাজ সেরে সেখান থেকে ফিরলেন তিনি৷ মুম্বই বিমানবন্দরে দেখা গেল আলিয়াকে৷ তাঁর এক ঝলক পেতে মুখিয়ে ছিলেন প্যাপারাৎজিরা৷ তিনি বিমানবন্দরের বাইরে পা রাখতেই সকলে মিলে তাঁকে শুভেচ্ছা জানান এবং একের পর এক ছবি তুলতে থাকেন৷ নজরে আসে আলিয়ার বেবি বাম্পের৷ অর্থাৎ ধীরে ধীরে নায়িকার শরীরে আসছে পরিবর্তন৷ সেই ছাপ স্পষ্ট৷ তাঁর জন্য স্বামী রণবীর অপেক্ষা করছিলেন৷ সকলকে ধন্যবাদ জানিয়ে আলিয়া গাড়িতে উঠে পড়লেন কাপুর খানদানের নববধূ৷
বিদেশে শ্যুটিং সেরে ফিরে এসে স্বামী সোহাগে মাতলেন আলিয়া৷ রণবীরকে কাছে পেয়ে তাঁর হাত ধরলেন৷ আদর করলেন৷ আর গাড়ির কাঁচ দিয়ে দেখা গেল সেই মাখোমাখো দৃশ্য৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মুহূর্তে৷
advertisement
advertisement
রণবীর-আলিয়ার বিয়ের মাস তিনেকের মধ্যে ভক্তদের জন্য ভাল খবর শুনিয়েছেন তারকা দম্পতি৷ এখন কাপুরদের নতুন প্রজন্মের অপেক্ষা করছে সকলেই৷ করিনার দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরকে নিয়ে প্রচুর উন্মাদনা রয়েছে পাপারাৎজিদের৷ এখন অপেক্ষা রালিয়ার (রণবীর-আলিয়ার) সন্তানকে নিয়ে৷ কারণ সে হয়ে উঠবে বলিউডের নতুন আকর্ষণ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই আলিয়া-রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পরিবারের সকলে৷ রণবীরের মা, আলিয়ার শাশুড়ি নীতু কাপুর খুবই আনন্দিত নতুন অতিথির জন্য৷ অন্যদিকে ভাট পরিবারের সকলেও উচ্ছ্বসিত এই খবরে৷ বলিউডের দুই প্রভাবশালী পরিবারের মধ্যে বন্ধন আরও গাঢ় হতে চলেছে৷ নাতি হোক বা নাতনি, ছোট্টজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে৷
advertisement
অন্যদিকে রণবীর আবার ফিরছেন বড়পর্দায়৷ তাঁর একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়৷ ব্রহ্মাত্র থেকে শমশেরা মুক্তি পেয়েছে দু’টি ছবির ট্রেলার৷ মুগ্ধ করেছেন রণবীর৷ তিনি যে জাত অভিনেতা এবং তাঁর রক্তে যে অভিনয় রয়েছে তা আবার বুঝিয়ে দিয়েছেন ঋষি পুত্র৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt Baby Bump: সন্তান আসছে, শরীরে ছাপ স্পষ্ট আলিয়ার, গাড়িতেই স্বামী রণবীরকে আলত আদর, দেখুন ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement