গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে সত্তরের দশকে ‘মহীনের ঘোড়াগুলি’ যে লড়াই শুরু করেছিল তা আজও চলছে। 'মহীনের ঘোড়াগুলি'র অন্যতম ঘোড়া তাপস দাস আজ জীবনের সায়াহ্নে এসে ক্যানসারের মতো কঠিন অসুখে আক্রান্ত। তাও এখনও গিটার তুলে গান গাওয়ার।স্বপ্ন দেখেন।
advertisement
আরও পড়ুন: রাতারাতি বদলে গেল বাংলার এক স্টেশনের নাম, অভিযোগের আঙুল ঋত্বিক-পাওলির দিকে!
অনেক ব্যান্ড নিজেদের অনুষ্ঠানে ‘মহীনের ঘোড়াগুলি’-র সুর তোলে। কিন্তু সেই সুরকারদের খোঁজ খবর রাখেন না। সেই সময়ের নষ্টালজিয়াকে তুলে ধরতে ও তাপস দাস এর পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ বাগুইআটি অনুভব অভিষিক্তা ম্যাগাজিনের। মঙ্গলবার অজিতেশ মঞ্চে গানে গানে শ্রদ্ধা জানানো হল এই সব কিংবদন্তিদের। যার পোশাকি নাম দেওয়া হয় 'সংবিগ্ন পাখিকুল ও একটি ক্ষ্যাপা ঘোড়ার গল্প'।
আরও পড়ুন: মর্মান্তিক! দুর্গ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা, অক্ষয়ের সেটে মৃত্যু সহকর্মী নাগেশের
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ২৫ জন শিল্পী এবং বাংলা ব্যান্ড পরশপাথর। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী, বাগুইআটি অনুভবের সভাপতি সুশান্ত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক ও সঞ্চালক অমিতাভ দাশগুপ্ত এবং বিখ্যাত নাট্য ব্যাক্তিত্ব অরিন্দম গুহ। তাঁদের দৌলতে 'মহীনের ঘোড়াগুলি'কে আরও একবার ফিরে দেখার সুযোগ হল দর্শকদের। এদিন উপস্থিত ছিলেন অগুন্তি শ্রোতা।