TRENDING:

Mohiner Ghoraguli Tribute Event: ক্যানসার আক্রান্ত তাপসের জন্য মঞ্চে ফের 'মহীনের' গান, উপস্থিত সঙ্গীত তারকারা

Last Updated:

Mohiner Ghoraguli Tribute Event: অনেক ব্যান্ড নিজেদের অনুষ্ঠানে ‘মহীনের ঘোড়াগুলি’-র সুর তোলে। কিন্তু সেই সুরকারদের খোঁজ খবর রাখেন না। সেই সময়ের নষ্টালজিয়াকে তুলে ধরতে ও তাপস দাস এর পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এভাবেও ফিরে আসা যায়। চুয়াত্তরের মেকি আধুনিকতার মুখোশটাকে টেনে খুলে দিয়ে তাঁরা নতুন প্রতিবাদের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে ছিলেন। প্রথম বাংলা গানের হিন্দোল তুলে করে বুকে বারুদ নিয়ে, সভ্যতাকে পঙ্গু করে দেওয়ার বিরুদ্ধে এই ক্ষেপারা অ্যাটম বোমার মতো বিস্ফোরণ করে গেয়ে উঠেছিলেন জীবনের গান।
মহীনের ঘোড়াগুলির অনুষ্ঠান
মহীনের ঘোড়াগুলির অনুষ্ঠান
advertisement

মহীনের ঘোড়াগুলির অনুষ্ঠান

গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে সত্তরের দশকে ‘মহীনের ঘোড়াগুলি’ যে লড়াই শুরু করেছিল তা আজও চলছে। 'মহীনের ঘোড়াগুলি'র অন্যতম ঘোড়া তাপস দাস আজ জীবনের সায়াহ্নে এসে ক্যানসারের মতো কঠিন অসুখে আক্রান্ত। তাও এখনও গিটার তুলে গান গাওয়ার।স্বপ্ন দেখেন।

advertisement

আরও পড়ুন: রাতারাতি বদলে গেল বাংলার এক স্টেশনের নাম, অভিযোগের আঙুল ঋত্বিক-পাওলির দিকে!

অনেক ব্যান্ড নিজেদের অনুষ্ঠানে ‘মহীনের ঘোড়াগুলি’-র সুর তোলে। কিন্তু সেই সুরকারদের খোঁজ খবর রাখেন না। সেই সময়ের নষ্টালজিয়াকে তুলে ধরতে ও তাপস দাস এর পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ বাগুইআটি অনুভব অভিষিক্তা ম্যাগাজিনের। মঙ্গলবার অজিতেশ মঞ্চে গানে গানে শ্রদ্ধা জানানো হল এই সব কিংবদন্তিদের। যার পোশাকি নাম দেওয়া হয় 'সংবিগ্ন পাখিকুল ও একটি ক্ষ্যাপা ঘোড়ার গল্প'।

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক! দুর্গ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা, অক্ষয়ের সেটে মৃত্যু সহকর্মী নাগেশের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ২৫ জন শিল্পী এবং বাংলা ব্যান্ড পরশপাথর। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী, বাগুইআটি অনুভবের সভাপতি সুশান্ত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক ও সঞ্চালক অমিতাভ দাশগুপ্ত এবং বিখ্যাত নাট্য ব্যাক্তিত্ব অরিন্দম গুহ। তাঁদের দৌলতে 'মহীনের ঘোড়াগুলি'কে আরও একবার ফিরে দেখার সুযোগ হল দর্শকদের। এদিন উপস্থিত ছিলেন অগুন্তি শ্রোতা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mohiner Ghoraguli Tribute Event: ক্যানসার আক্রান্ত তাপসের জন্য মঞ্চে ফের 'মহীনের' গান, উপস্থিত সঙ্গীত তারকারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল