Akshay Kumar's Film Crew Death: মর্মান্তিক! দুর্গ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা, অক্ষয়ের সেটে মৃত্যু সহকর্মী নাগেশের

Last Updated:

Akshay Kumar's Film Crew Death: নাগেশের পরিবারকে প্রযোজনা সংস্থা আশ্বস্ত করেছিলেন, তাঁর চিকিৎসার জন্য যাবতীয় খরচ দেবে তারা। কিন্তু সংস্থার তরফে এখনও পর্যন্ত নাকি কোনও টাকাপয়সাই দেওয়া হয়নি।

অক্ষয় কুমারের ছবির সেটে দুর্ঘটনা
অক্ষয় কুমারের ছবির সেটে দুর্ঘটনা
মুম্বই: মহেশ মঞ্জরেকরের ছবির শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা। দুর্গ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক কর্মীর। মরাঠি সিনেমা ‘বেদাত মরাঠে বীর দওদালে সাত’ ছবির শ্যুটিং চলছিল মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে। সেখানে ভয়ানক ঘটনাটি ঘটে। ১০ দিন হাসপাতালে চিকিৎসা চলার পরেও বাঁচানো যায়নি ছবির ইউনিটের সেই কর্মীকে।
এই ছবিতে ছত্রপতি শিবাজী মহারাজের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবি ফ্লোরে যাওয়ার আগে থেকেই হইহই হয়েছিল আড়ম্বর নিয়ে। কিন্তু সেই আড়ম্বরের কারণেই প্রাণ গেল এক কুশীলবের। সদ্যই শ্যুটে যোগ দান করেছিলেন নাগেশ প্রশান্ত খোবারে। বয়স খুব বেশি নয়। রিপোর্টে জানা যায়, ঘোড়াদের সামলানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। দুর্গের সজ্জা কোঠি থেকে পড়ে গিয়ে মাথায় এবং বুকে গুরুতর চোট লেগেছিল তাঁর। কোলহাপুরের হাসপাতালে ১০ দিন চিকিৎসা চলার পরেও বাঁচানো যায়নি প্রশান্তকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, নাগেশ সেই সময়ে ফোনে ব্যস্ত ছিলেন। অন্যমনস্ক থাকার ফলেই পা পিছলে গিয়ে পড়ে যান তিনি। রিপোর্ট অনুযায়ী, নাগেশের পরিবারকে প্রযোজনা সংস্থা আশ্বস্ত করেছিলেন, তাঁর চিকিৎসার জন্য যাবতীয় খরচ দেবে তারা। কিন্তু সংস্থার তরফে এখনও পর্যন্ত নাকি কোনও টাকাপয়সাই দেওয়া হয়নি। পরিবার অত্যন্ত ক্ষুব্ধ তাঁদের ব্যবহারে। পরিবারের তরফে জানানো হয়েছে, চিকিৎসার টাকা না দেওয়া হলে নাগেশের শেষকৃত্য করবে না।
advertisement
এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা পরিচালক মহেশ কোনও বিবৃতি পেশ করেননি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এবার প্রশ্ন উঠছে, এই মর্মান্তিক ঘটনার কারণে শ্যুট পিছিয়ে যাবে কিনা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar's Film Crew Death: মর্মান্তিক! দুর্গ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা, অক্ষয়ের সেটে মৃত্যু সহকর্মী নাগেশের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement