Deepika-Prakash Padukone: দীপিকার মা-বাবা আসলে ভাই-বোন! ব্যাডমিন্টন তারকার বিয়ের কথা ফাঁস হতেই কটাক্ষ শুরু

Last Updated:
Deepika-Prakash Padukone: প্রকাশের বিয়ের গোপন তথ্য ফাঁস হতেই চারদিকে হইহই পড়ে গিয়েছে। তাঁর পুরনো এক সাক্ষাৎকার আচমকাই সকলের নজর কেড়েছে।
1/7
প্রকাশ পাড়ুকোন। কেবল দীপিকা পাড়ুকোনের বাবা হিসেবে পরিচয় নয় তাঁর। খেলার জগতের তারকা তিনি। এক সময়ে ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রথম সারিতে নাম ছিল তাঁর।
প্রকাশ পাড়ুকোন। কেবল দীপিকা পাড়ুকোনের বাবা হিসেবে পরিচয় নয় তাঁর। খেলার জগতের তারকা তিনি। এক সময়ে ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রথম সারিতে নাম ছিল তাঁর।
advertisement
2/7
হঠাৎ তাঁর বিয়ের গোপন তথ্য ফাঁস হতেই চারদিকে হইহই পড়ে গিয়েছে। তাঁর পুরনো এক সাক্ষাৎকার আচমকাই সকলের নজর কেড়েছে। যেখানে জানা গিয়েছে, তাঁর স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোন সম্পর্কে তাঁর তুতো বোন।
হঠাৎ তাঁর বিয়ের গোপন তথ্য ফাঁস হতেই চারদিকে হইহই পড়ে গিয়েছে। তাঁর পুরনো এক সাক্ষাৎকার আচমকাই সকলের নজর কেড়েছে। যেখানে জানা গিয়েছে, তাঁর স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোন সম্পর্কে তাঁর তুতো বোন।
advertisement
3/7
এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, "খেলায় হার-জিত থাকেই। সেটা বুঝতে আমার সময় লেগেছিল। প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হেরে গিয়েছিলাম। বিশ্বের তালিকায় প্রথম হওয়া সত্ত্বেও হেরে গিয়েছিলাম।"
এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, "খেলায় হার-জিত থাকেই। সেটা বুঝতে আমার সময় লেগেছিল। প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হেরে গিয়েছিলাম। বিশ্বের তালিকায় প্রথম হওয়া সত্ত্বেও হেরে গিয়েছিলাম।"
advertisement
4/7
দীপিকার বাবার কথায়, "ভীষণ ভেঙে পড়ি। কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলাই। বুঝতে পারি, খেলায় হারা-জেতা লেগেই থাকে। তাই কোনওটাতেই খুব বেশি উত্তেজিত হওয়া উচিত নয়।"
দীপিকার বাবার কথায়, "ভীষণ ভেঙে পড়ি। কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলাই। বুঝতে পারি, খেলায় হারা-জেতা লেগেই থাকে। তাই কোনওটাতেই খুব বেশি উত্তেজিত হওয়া উচিত নয়।"
advertisement
5/7
প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় বলেন, "এরপরই আমার তুতো বোন উজ্জ্বলাকে বিয়ে করে কোপেনহেগেনে বসবাস শুরু করি। সেখানে চাকরি পেয়েছিলাম। দীপিকার জন্ম হয় ১৯৮৬ সালে। সেই সময় পর্যন্ত ওখানেই ছিলাম। তার পর ফিরে এসে ১৯৮৯ সালে অবসর নিই খেলা থেকে।"
প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় বলেন, "এরপরই আমার তুতো বোন উজ্জ্বলাকে বিয়ে করে কোপেনহেগেনে বসবাস শুরু করি। সেখানে চাকরি পেয়েছিলাম। দীপিকার জন্ম হয় ১৯৮৬ সালে। সেই সময় পর্যন্ত ওখানেই ছিলাম। তার পর ফিরে এসে ১৯৮৯ সালে অবসর নিই খেলা থেকে।"
advertisement
6/7
সেই সাক্ষাৎকার থেকেই জানা যায়, দীপিকার বাবা-মা আসলে ভাই-বোন। নিজের না হলেও তুতো। তার পরই শুরু হয় কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ। নেটিজেনরা অনেকেই অবাক হয়েছেন এই তথ্য জেনে।
সেই সাক্ষাৎকার থেকেই জানা যায়, দীপিকার বাবা-মা আসলে ভাই-বোন। নিজের না হলেও তুতো। তার পরই শুরু হয় কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ। নেটিজেনরা অনেকেই অবাক হয়েছেন এই তথ্য জেনে।
advertisement
7/7
তবে অনেকেই জানান, দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় এই ঘটনা খুবই স্বাভাবিক ছিল এক সময়ে। এখন আর ততটা নেই বটে। কিন্তু আগে তুতো ভাই-বোনদের বিয়ে হত জাতপাতের কারণে।
তবে অনেকেই জানান, দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় এই ঘটনা খুবই স্বাভাবিক ছিল এক সময়ে। এখন আর ততটা নেই বটে। কিন্তু আগে তুতো ভাই-বোনদের বিয়ে হত জাতপাতের কারণে।
advertisement
advertisement
advertisement