কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডলে (পূর্বতন ট্যুইটার) লেখা হয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির মনোনয়নে ভারত সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে ২০২৩ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে অভিনেতা মোহনলালকে৷ তাঁর স্মরণীয় অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে৷ কিংবদন্তিসম এই অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে৷ তাঁর অননুকরণীয় প্রতিভা, বহুমুখিতা এবং নিরবচ্ছিন্ন পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি স্বর্ণাভ মানদণ্ড তৈরি করেছে৷’’
advertisement
মোহনলালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবর ঘোষণার পরপরই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রতি অভিনন্দন-বার্তা পোস্ট করেছেন। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “শ্রী মোহনলাল জী শ্রেষ্ঠত্ব এবং বহুমুখী প্রতিভার প্রতীক। কয়েক দশক ধরে তাঁর সমৃদ্ধ কাজের মাধ্যমে, তিনি মালয়লম সিনেমা, থিয়েটারের একজন অগ্রণী ব্যক্তিত্ব এবং কেরালার সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী। তিনি তেলুগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। বিভিন্ন মাধ্যমে তাঁর সিনেমা এবং নাট্যপ্রতিভা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন। তাঁর কৃতিত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলুক।”
আরও পড়ুন : সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিশিয়াল এন্ট্রি,অস্কারের মঞ্চে লড়াই করবে হিন্দি ছবি ‘হোমবাউন্ড’
প্রসঙ্গত দেশের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম মোহনলাল৷ চার দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে তাঁর দীর্ঘ যাত্রাপথে ৩৪০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচিত৷ কেবল মালায়ালাম চলচ্চিত্রেই রাজত্ব করেননি মোহনলাল৷ বরং আরও বেশ কয়েকটি ভারতীয় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। এখনও পর্যন্ত তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন৷ এ বার তাঁর শিরোপায় যুক্ত হতে চলেছে আরও এক সম্মান-পালক৷