Oscars 2026:সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিশিয়াল এন্ট্রি,অস্কারের মঞ্চে লড়াই করবে হিন্দি ছবি 'হোমবাউন্ড'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আকাদেমি পুরস্কার বা অস্কারস ২০২৬-এ সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিন্দি ছবি 'হোমবাউন্ড'
কলকাতা: আকাদেমি পুরস্কার বা অস্কারস ২০২৬-এ সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিন্দি ছবি ‘হোমবাউন্ড’।
শুক্রবার সন্ধ্যায় দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ বৈঠকে নানা ভাষার ২৪ টি ভারতীয় ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয় ‘হোমবাউন্ড’কে। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে রয়েছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর এবং বিশাল জেঠওয়া।
‘হোমবাউন্ড’ -এর কেন্দ্রে রয়েছে উত্তর ভারতের একটি গ্রামের দুই ছোটবেলার বন্ধু। তাঁদের জীবনের কাহিনিই পরতে পরতে ফুটে উঠেছে ছবিজুড়ে। এই দুই বন্ধু পুলিশে চাকরি পেতে চায়। তাঁদের ইচ্ছা ছিল, যে সম্মান তাঁরা জীবনে পায়নি, পুলিশে চাকরি করে সেই সম্মান অর্জন করবে। কিন্তু জীবনের গল্প ছিল অন্য! যত তারা লক্ষের দিকে এগতে থাকে, তত জীবনে নানা প্রতিকূলতা গ্রাস করতে থাকে।
advertisement
advertisement
India’s official entry for the Oscars 2026 Best International Feature Film category is Homebound directed by Neeraj Ghaywan. Produced by Dharma, the film stars Ishaan Khatter, Vishal Jethwa, Janhvi Kapoor. N Chandra announced the same in Kolkata. #Homebound #Oscars2026 pic.twitter.com/iwBE4Ge9yd
— Anindita Acharya (@Itsanindita) September 19, 2025
advertisement
চলতি বছর মে মাসে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে ‘হোমবাউন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে। ২০১৫ সালের ‘মাসান’ ছবির পরে এটি ঘায়ওয়ানের দ্বিতীয় পরিচালনা। ছবিটি কান চলচ্চিত্র উৎসবেও ওই একই বিভাগে প্রিমিয়ার হয়েছিল এবং দুটি পুরস্কার জিতেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 8:20 PM IST