ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঢালু জায়গা দিয়ে রিক্সা টানতে কষ্ট হওয়ায় মিঠুন নেমে পড়ে চালককে সাহায্য করছেন। চারদিকে এই দৃশ্য় দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: বলিউডে সাফল্য তখন বহুদূর, সুইসাইডের কথা ভেবেছিলেন মিঠুন চক্রবর্তী!
ঘটনাটি বাংলায় ঘটেনি। সুদূর বেনারস। কিন্তু মিঠুনের জনপ্রিয়তা তো গোটা ভারতে ছড়িয়ে। দেবও যথেষ্ট বিখ্যাত। উত্তরপ্রদেশের মানুষও বাংলার দুই তারকাকে দেখতে জড়ো হয়েছেন।
advertisement
আসলে এই দৃশ্যের নেপথ্য কারণ 'প্রজাপতি' ছবিটি। এই ছবিতে মিঠুন এবং দেব কে বাবা এবং ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন। দেব এবং মিঠুন ছাড়াও রয়েছেন মমতাশঙ্কর এবং ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দীর্ঘ ৪৬ বছর পর ফের একবার পর্দায় ফিরছেন মিঠুন-মমতা।
আরও পড়ুন: 'মৃগয়া'র ৪৬ বছর পর জুটি বাঁধছেন মিঠুন ও মমতা শঙ্কর! সঙ্গে দেব! জানুন
বেশ কয়েক দিন বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও বেনারসের রাস্তায় তাঁদের রিক্সা চড়তে দেখা গিয়েছে, আবার কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে লস্যি খেতে দেখা গিয়েছে।