আগের সপ্তাহের মতো দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘গাঁটছড়া’। যার নম্বর, ৭.৮। গত সপ্তাহে যদিও একইসঙ্গে দ্বিতীয় স্থানে ছিল 'গৌরী এল'। নম্বর ছিল ৭.৭। কিন্তু এ সপ্তাহে জি বাংলার এই ধারাবাহিক একেবারে পঞ্চম স্থানে নেমে এসেছে। নম্বর কমে ৭.৬।
আরও পড়ুন: 'গাঁটছড়া' নয়, 'মিঠাই'-এর সঙ্গে এই প্রথম পাল্লা দিচ্ছে এই ধারাবাহিক! বড় চমক TRP-তে
advertisement
গত সপ্তাহে 'মিঠাই'-এর সঙ্গে শীর্ষ স্থান ভাগ করে নিয়েছিল 'আলতা ফড়িং'। এ বারে আর আসন ধরে রাখতে পারল না স্টার জলসার এই ধারাবাহিক। চতুর্থ স্থানে নেমে এসেছে।
আরও পড়ুন: ফুটবলার এবং হার না মানা মেয়ের প্রেম, রিজওয়ান-ইন্দ্রানী আসছেন 'নবাব নন্দিনী'তে
এ ছাড়া এই সপ্তাহে র রেটিং চার্টে প্রথম দশে আছে কোন কোন ধারাবাহিক, দেখে নেওয়া যাক এক ঝলকে-----
advertisement
প্রথম স্থান | ধুলোকণা (৮.০) |
দ্বিতীয় স্থান | গাঁটছড়া (৭.৯) |
তৃতীয় স্থান | মিঠাই (৭.৮) |
চতুর্থ স্থান | আলতা ফড়িং (৭.৭) |
পঞ্চম স্থান | গৌরী এল (৭.৬) |
ষষ্ঠ স্থান | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩) |
সপ্তম স্থান | মন ফাগুন (৭.০) |
অষ্টম স্থান | অনুরাগের ছোঁয়া (৬.৫) এবং উমা (৬.৫) |
নবম স্থান | এই পথ যদি না শেষ হয় (৬.৩) |
দশম স্থান | আয় তবে সহচরী (৫.৭) এবং খেলনা বাড়ি (৫.৭) |
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 2:26 PM IST