১৮ নভেম্বর সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা৷ প্রতিযোগিতায় ৯০টি দেশ অংশগ্রহণ করবে। মিস ডিভা ২০২৩ ভারতের পক্ষ থেকে অংশ নেবেন।
আরও পড়ুন: দীপাবলির পার্টিতে হাতে হাত! বলিপাড়ার নতুন ‘জুটি’ বাদশা-ম্রুণাল? ছবি ভাইরাল হতেই তোলপাড়
১৬ নভেম্বর রাত ৯টায় এই প্রতিযোগীতাটির আসর বসতে চলেছে৷ ভারতীয়রা ১৯ নভেম্বর সকাল ৬.৩০ টা থেকে মিস ইউনিভার্সের ইউটিউব চ্যানেল এবং এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতাটি দেখতে পাবে।
advertisement
২০২৩-এর মিস ইউনিভার্স প্রতিযোগীতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা সারদা৷ শ্বেতা শারদা ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে উপস্থাপন করবেন। শ্বেতা মিস ডিভা ইউনিভার্স ২০২- এর বিজয়ী। তিনি ইন্দিরা গান্ধী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ৷
২২ বছরের শ্বেতা চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি একজন মডেল এবং নৃত্যশিল্পী। ডান্স দিওয়ানে, ডান্স প্লাস এবং ডান্স ইন্ডিয়া ডান্সের মতো বেশ কিছু টিভি রিয়েলিটি শো-এর অংশ ছিলেন শ্বেতা সারদা। এমনকি রিয়েলিটি শো ‘ঝলক দিখলাজা’-এর কোরিওগ্রাফার হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।