TRENDING:

Miss Universe 2023: ২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?

Last Updated:

সুস্মিতা সেন, লারা দত্তার পর হারনাজ সাঁধু৷ তিন ভারতীয় কন্যা দেশকে গর্বিত করেছেন মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরে৷ এঁদের উত্তরসূরী কি হতে পারবেন এবারের ভারতীয় প্রতিযোগী শ্বেতা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের আয়োজিত হতে চলেছে মিস ইউনিভার্স প্রতিযোগীতা৷ সুস্মিতা সেন, লারা দত্তার পর হারনাজ সাঁধু৷ তিন ভারতীয় কন্যা দেশকে গর্বিত করেছেন মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরে৷ এঁদের উত্তরসূরী কি হতে পারবেন এবারের ভারতীয় প্রতিযোগী শ্বেতা? কে এই মডেল? জেনে নেওয়া যাক তাঁক বিষয়ে৷
২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?
২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?
advertisement

১৮ নভেম্বর সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা৷ প্রতিযোগিতায় ৯০টি দেশ অংশগ্রহণ করবে। মিস ডিভা ২০২৩ ভারতের পক্ষ থেকে অংশ নেবেন।

আরও পড়ুন: দীপাবলির পার্টিতে হাতে হাত! বলিপাড়ার নতুন ‘জুটি’ বাদশা-ম্রুণাল? ছবি ভাইরাল হতেই তোলপাড়

১৬ নভেম্বর রাত ৯টায় এই প্রতিযোগীতাটির আসর বসতে চলেছে৷ ভারতীয়রা ১৯ নভেম্বর সকাল ৬.৩০ টা থেকে মিস ইউনিভার্সের ইউটিউব চ্যানেল এবং এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতাটি দেখতে পাবে।

advertisement

২০২৩-এর মিস ইউনিভার্স প্রতিযোগীতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা সারদা৷ শ্বেতা শারদা ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে উপস্থাপন করবেন। শ্বেতা মিস ডিভা ইউনিভার্স ২০২- এর বিজয়ী। তিনি ইন্দিরা গান্ধী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

২২ বছরের শ্বেতা চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি একজন মডেল এবং নৃত্যশিল্পী। ডান্স দিওয়ানে, ডান্স প্লাস এবং ডান্স ইন্ডিয়া ডান্সের মতো বেশ কিছু টিভি রিয়েলিটি শো-এর অংশ ছিলেন শ্বেতা সারদা। এমনকি রিয়েলিটি শো ‘ঝলক দিখলাজা’-এর কোরিওগ্রাফার হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Miss Universe 2023: ২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল