TRENDING:

গায়ে হাত দিচ্ছ কেন? দেবলীনার ভিডিও করতে করতে হঠাৎ ধমকে উঠলেন মীর! ব্যাপার কী

Last Updated:

ভিডিওতে দেখা যাচ্ছে, জিমে শরীরচর্চা করছেন অভিনেত্রী দেবলীনা। ভারী ওয়েটের বেশ কয়েকটি চাকতি টেনে নিয়ে যেতে হচ্ছে হাঁটুর জোরে। একটা সময় পর হাঁপিয়ে ওঠেন নায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জিমে এ কী কাণ্ড! 'নির্মম' অত্যাচারের শিকার দেবলীনা কুমার। সাক্ষী হলেন মীর আফসর আলি! ভাইফোঁটার দিনেই এমন অসহায় 'বোন'? নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করলেন সঞ্চালক-অভিনেতা।
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, জিমে শরীরচর্চা করছেন অভিনেত্রী দেবলীনা। ভারী ওয়েটের (মোট ৫০ কিলো) বেশ কয়েকটি চাকতি টেনে নিয়ে যেতে হচ্ছে হাঁটুর জোরে। একটা সময় পর হাঁপিয়ে ওঠেন নায়িকা। বসে পড়েন মাটিতেই। আর তাতেই জোর ধমক খেতে হচ্ছে জিম প্রশিক্ষকের কাছে। আর এই সবটাই ভিডিও করছেন মীর। এ কথা স্পষ্ট, একই জিমে শরীরচর্চা করেন দেবলীনা এবং মীর।

advertisement

আরও পড়ুন: ভামিকাকে নিয়ে গঙ্গাদর্শনে অনুষ্কা, প্যারামাউন্টের সরবত ছাড়া আর কী খেলেন কলকাতায়, রইল তার ছবি

আরও পড়ুন: কোন তারিখে মা হচ্ছেন আলিয়া? মহেশ-সোনির বড় কন্যার জন্মদিনেই পরিবারে নতুন সদস্য?

এমনই এক বার ক্লান্ত হয়ে বসে পড়তেই দেবলীনাকে ধমক দিয়ে এগিয়ে আসেন প্রশিক্ষক অরিজিৎ। এসে তাঁকে টেনে তোলেন। মীর তখন রসিকতার মেজাজে। ক্যামেরার পিছন থেকে ধমকে অরিজিৎকে  বলেন, ''এই গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দেবে না।'' হেসে ওঠেন দেবলীনা। অরিজিৎ বলেন, ''নানা ভাইফোঁটা তো আজ।'' মীরের উত্তর, ''ও তো যমের দুয়ারে আমাদেরই কাঁটা ফেলতে হবে।''

advertisement

এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে মীরের মস্করা, 'ভাইফোঁটার দিনও এরকম নির্মম কি করে হতে পারে?' পোস্টে তারপর উল্লেখ করেছেন জিম প্রশিক্ষককে। আর দেবলীনার উদ্দেশে লেখেন, 'তুমি তো রকস্টার! তোমার কষ্টটা বুঝতে পারছি আমি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

যদিও মীর শরীরচর্চা শেষ হতেই ভাইফোঁটা দেওয়ার পরামর্শ দেন। মীর দু'জনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসা করেন, ''তোমাদের মধ্যে কি বোন আর দাদার সম্পর্ক? আজকের দিনে এই অত্যাচার দূর করার জন্য কিন্তু সেরা উপায় এটাই, তুমি ওকে ফোঁটা দিয়ে দাও।'' কিন্তু সে কথা শুনেই পালিয়ে যান প্রশিক্ষক। আর তা নিয়ে নিজেরাই ঠাট্টা শুরু করেন টলি তারকারা। আরক মীরের শব্দখেলা দিয়ে শেষ হয় ভিডিও, ''একটা মেয়ে ফোঁটা দেওয়ার জন্য তৈরি, আর ছেলেটা খালি খোঁটা দেয়। ভাইখোঁটা।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
গায়ে হাত দিচ্ছ কেন? দেবলীনার ভিডিও করতে করতে হঠাৎ ধমকে উঠলেন মীর! ব্যাপার কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল