কোন তারিখে মা হচ্ছেন আলিয়া? মহেশ-সোনির বড় কন্যার জন্মদিনেই পরিবারে নতুন সদস্য?

Last Updated:

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, ইতিমধ্যে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটালে আলিয়ার নাম লেখা হয়ে গিয়েছে।

#মুম্বই: দিন দশেক আগেই প্রকাশ্যে এসেছিল সম্ভাব্য মাস। এবার জানা গেল সম্ভাব্য তারিখ। কবে মা হচ্ছেন আলিয়া ভাট? তথ্য় প্রকাশ্যে আসার পর সমাপতন খুঁজে পেয়ে আপ্লুত ভক্তরা। এ যে আলিয়ার দিদির জন্মের দিন!
রণবীর কাপুরের সঙ্গে বিয়ের দু'মাস পরেই গত ২৭ জুন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। তারপর থেকে কাপুর-ভাট পরিবারের ছোট্ট সদস্যের অপেক্ষায় ভক্তরা।
advertisement
advertisement
কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, ইতিমধ্যে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটালে আলিয়ার নাম লেখা হয়ে গিয়েছে। সুতরাং হাসপাতালে ভর্তি হতে খুব দেরি নেই বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছিল, আগামী মাসের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকেই সন্তানের জন্ম হবে।
এবার জানা গেল, সম্ভাব্য সেই তারিখের কথা, যেদিন আলিয়া তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে পারেন। নভেম্বর ২০ থেকে ৩০-এর মধ্যে তারকা দম্পতির কোল আলো করে আসতে পারে একরত্তি। মজার বিষয় হল, ২৮ নভেম্বর আলিয়ার দিদি শাহিন ভাটের জন্মদিন। যদি একই দিনে শাহিনের বোনঝির জন্ম হয়! এই ভেবে আনন্দ পেয়েছেন বহু ভক্ত। কিন্তু যদি এই সম্ভাব্য তারিখের খবর সত্যি হয়, তবে ভাট পরিবারে একই মাসে দুই সদস্যের জন্মদিন পালন হতে চলেছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোন তারিখে মা হচ্ছেন আলিয়া? মহেশ-সোনির বড় কন্যার জন্মদিনেই পরিবারে নতুন সদস্য?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement