হাসপাতালে আলিয়ার নাম, প্রকাশ্যে 'রালিয়া'র সন্তানের জন্মের সময়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
শোনা গিয়েছে, সন্তান জন্মের পর এক বছরের কর্মবিরতি নেবেন নতুন মা। সন্তানের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়ে, তাঁর লালন, পালনে ফোকাস দিয়ে তার পর ধীরে ধীরে কাজে ফিরবেন 'ডার্লিংস' নায়িকা।
#মুম্বই: গত ১৪ এপ্রিল চারহাত এক হয় আলিয়া ভাট ও রণবীর কাপুরের। তার পর গত ২৭ জুন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। আপাতত সন্তানের অপেক্ষায় তারকা দম্পতি। সপ্তাহখানেক আগে বেবি শাওয়ারও অনুষ্ঠিত হয়েছে কাপুর-বধূর জন্য। এ বার সেই সুদিনের অপেক্ষায় বলি দম্পতি, যেদিন তাঁদের কোল আলো হবে।
কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটালে আলিয়ার নাম লেকা হয়ে গিয়েছে। সুতরাং হাসপাতালে ভর্তি হতে খুব দেরি নেই বলেই মনে করা হচ্ছে। আগামী মাসের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকেই সন্তানের জন্ম হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: দিদির সঙ্গে চুটিয়ে পুরি চাট খাচ্ছেন অন্তঃসত্ত্বা আলিয়া, উপভোগ করছেন আসন্ন মাতৃত্বের প্রতি মুহূর্ত
শোনা গিয়েছে, সন্তান জন্মের পর এক বছরের কর্মবিরতি নেবেন নতুন মা। সন্তানের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়ে, তাঁর লালন, পালনে ফোকাস দিয়ে তার পর ধীরে ধীরে কাজে ফিরবেন 'ডার্লিংস' নায়িকা।
advertisement
তার মাঝেই আলিয়ার দু'টি ছবি মুক্তি পাবে। তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন' এবং করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 3:19 PM IST