এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিমি এবং অর্জুন চক্রবর্তী। 'গানের ওপারে'-র গোরা-পুপের জুটিকে বড় পর্দায় দেখা গিয়েছে অতীতেও। সেই তালিকায় রয়েছে ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-র মতো ছবি। এ বার ফের তাঁদের যুগলবন্দি। দুই তারকার সঙ্গেই থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। 'প্রেম টেম' দিয়ে টলিউডে হাতেখড়ি তাঁর। এ ছাড়াও সুস্মিতার ঝুলিতে রয়েছে 'পাকা দেখা' এবং 'মনের মানুষ'।
advertisement
শ্রীভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া প্রোডাকশনস, রাজপ্রতিম ভেঞ্চারস, তিনটি প্রযোজনা সংস্থার ছাতার নীচে তৈরি হয়েছে ছবিটি। মঙ্গলবার মুক্তি পেল 'খেলা যখন'-এর পোস্টার। সেই পোস্টার জুড়ে রয়েছেন মিমি, অর্জুন এবং সুস্মিতা। ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন : রণবীর-আলিয়ার বিলাসবহুল বাড়ি 'বাস্তু'! দাম ৩৫কোটি, ঢুঁ মেরে দেখুন অন্দরমহলে
আরও পড়ুন: আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত 'দাদু' করণ! পরের ছবির কাস্টিং রেডি, ঠাট্টা নেটিজেনের
এই ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। অতীত এবং বর্তমানের সঙ্গে লড়াই চলবে সেই চরিত্রের। নিজের আসল পরিচয় জানতে কত দূর পর্যন্ত এগবে ঊর্মি? সেই প্রশ্নের উত্তর দেবে অরিন্দম শীলের এই ছবি।