আরও পড়ুন কফি উইথ করণে গৌরীর হাত ধরে শাহরুখ! দারুণ চমক শেষবেলায়
জনসমক্ষে আদরের আদানপ্রদানে বিশ্বাসী মিলিন্দ ও অঙ্কিতা৷ একে অপরকে চুমু খেতে নিতে হয় না কোনও গোপন আশ্রয়৷ তাই তো পাহাড়ের উপরে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রেখে দীর্ঘক্ষণ চুমু খেতে দ্বিধা করেননি মিলিন্দ৷ লাদাখের ঠান্ডায় দু’জনে মিলে ছড়িয়ে দিয়েছিলেন উষ্ণতা৷ সঙ্গী ছিল মিলিন্দের হাতে থাকা তরমুজের টুকরো! মুহূর্তটা যে খুবই আবেগঘন তা বুঝিয়ে দিয়েছেন মিলিন্দ৷ তিনি লিখেছেন নীল উজ্জ্বল আকাশ, সুস্বাদু তরমুজ, মিষ্টি চুমু! লাদাখে এর থেকে ভাল আর কী হতে পারে? সত্যিই তো মনোরম পরিবেশে কাছে মানুষের সঙ্গে এমন মধুর সময় কাটানোর থেকে ভাল আর কী হতে পারে৷
advertisement
এই ভিডিওটা কিছুদিন পুরনো৷ ১০ সেপ্টেম্বর এটি পোস্ট করেন মিলিন্দ৷ তবে ভিডিওটি ট্রেন্ড করছে এখনও৷ ইনস্টাগ্রাম খুললেই জ্বলজ্বল করছে মিলিন্দ ও তাঁর স্ত্রী অঙ্কিতার গভীর প্রেম৷ একই সঙ্গে মিলিন্দ পোস্ট করেছেন তাঁর সাইকেল চালানোর ভিডিও৷ প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্য ধরোই বাঁধ থেকে অম্বাজি পর্যন্ত বিস্তৃত রাস্তার উদ্বোধন করেন তিনি সাইকেল চালিয়ে৷ ২৮ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করেন তিনি৷ পথের শেষে সকলের সঙ্গে ছবি তোলেন মিলিন্দ সোমান৷