কফি উইথ করণে গৌরীর হাত ধরে শাহরুখ! দারুণ চমক শেষবেলায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
করণের শোয়ে বাজিমাত করলেন শাহরুখ, রইল এপিসোডের প্রোমো৷
#মুম্বই: করণ জোহরের অত্যন্ত জনপ্রিয় এবং বিতর্কিত চ্যাট শো কফি উইথ করণে দারুণ চমক৷ তাঁর প্রিয় শাহরুখও থাকছেন! শাহরুখ-করণের বন্ধুত্বের কথা সকলের জানা৷ শাহরুখের কেরিয়ারে উল্লেখযোগ্য যে সব সিনেমা রয়েছে তার মধ্যে বেশির ভাগই করণ জোহর পরিচালিত বা প্রযোজিত৷ এবং এই সব ছবিগুলি শাহরুখ খানের জীবনের মাইলস্টোন৷ তাই বলিউডে শাহরুখ-করণের জুটি মানেই সুপার ডুপার হিট! শাহরুখের পরিবারের সঙ্গেও জোহর পরিবারের সম্পর্ক খুবই গভীর৷ একে অপরের সুখে দুঃখে সর্বদা পাশে থাকেন৷ এমনকী শাহরুখ পত্নী গৌরীও রয়েছে করণের বেস্ট অব ফ্রেন্ডসদের তালিকায়৷ তাই তো কফি উইথ করণের ১২তম পর্বে থাকবেন গৌরী৷
আরও পড়ুন খড়ি ওরফে সোলাঙ্কির গোপন ছবি ফাঁস করলেন গৌরব!জন্মদিনে বিশেষ উপহার দেওর রাহুলের, দেখে নিন
তবে শুধু গৌরী নন, থাকবেন বলিউড ওয়াইভরা৷ গৌরী খান, মাহীপ কাপুর এবং ভাবনা পান্ডে৷ এদের সকলের বন্ধুত্ব অটুট৷ এদের সঙ্গে নীলম কোঠারিও রয়েছেন৷ তবে তিনি আসতে পারেননি এই বিশেষ এপিসোডে৷ সঞ্জয় খানের স্ত্রী মাহীপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে৷ এর আগে এদের নিয়ে নেটফ্লিক্সে একটি সিরিজও তৈরি হয়েছিল৷ Bollywood Wives নামের এই সিরিজে উঠে এসেছিল গৌরী খান, মাহীপ কাপুর, ভাবনা পান্ডে এবং নীলম কোঠারির গল্প৷ বলিউড স্টার স্বামীদের ঘরণীরা কীভাবে কাটান তাঁদের জীবন, সেই গল্পই দেখিয়েছিল এই সিরিজ৷ এর প্রযোজকও ছিল করণ জোহরে ধর্মাটিক এন্টারটেইনমেন্ট৷
advertisement
কানাঘুষো শোনা গিয়েছিল যে শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কফি উইথ করণে অতিথি হয়ে আসার জন্য৷ তবে তিনি না করে দেন৷ তাই কিছুটা চমক দিতে করণ নিয়ে এসেছেন শাহরুখ পত্নীকে৷ এমনিতে গৌরী খুবই প্রচার বিমুখ৷ নিজের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকেন৷ ইন্টিরিয়ার ডিজাইনার হিসেবে তাঁর খ্যাতিও কম নয়৷ গৌরী ও তাঁর বন্ধুরা থাকবেন এই শোয়ে৷ ইতিমধ্যেই এপিসোডের প্রোমো নজর কাড়ছে৷ কখনও গৌরী ফাঁস করছেন শাহরুখের গোপন কথা৷ কখনও আবার জানিয়েছেন সুহানার প্রতি তাঁর পরামর্শ৷
advertisement
advertisement
advertisement
তাহলে শাহরুখ থাকছেন কোথায়? এটাই বিশেষ আকর্ষণ এই এপিসোডের৷ সাধারণত করণের শোয়ে যে অতিথি আসুক না কেন, তাদের অন্য কোনও বলিউড স্টারকে ফোন করতে হয়৷ শোয়ে যে খেলা হয়, তার বিশেষ নিয়মে৷ এখানেও সেই নিয়ম ছিল৷ করণ জানান যে গৌরীর ফোন যদি শাহরুখ খান তোলেন তাহলে একটি প্রশ্নের জন্য ৬ পয়েন্ট দেওয়া হবে৷ এবং তখনই শাহরুখ গৌরীর ফোনে বলে ওঠেন, হ্যালো করণ ইটম মি শাহরুখ! অর্থাৎ ফোনের এই উত্তরেই যেন বাজিমাত করে দেন বাদশাহ৷
Location :
First Published :
September 19, 2022 4:59 PM IST