খড়ি ওরফে সোলাঙ্কির গোপন ছবি ফাঁস করলেন গৌরব!জন্মদিনে বিশেষ উপহার দেওর রাহুলের, দেখে নিন

Last Updated:
সোলাঙ্কি রায়ের জন্মদিনে তাঁর অনস্ক্রিন স্বামী থেকে দেওর, সবাই একে একে জানিয়ে দিলেন অনেক কিছুই৷
1/9
সোলাঙ্কি রায়ের জন্মদিন৷ খুবই সাধারণ ভাবেই জন্মদিন পালন করেন তিনি৷ কোনও বাহুল্য নজরে আসে না৷ আর তার এই জন্মদিনেই অনস্ক্রিন শত্রু (গাঁটছড়া ধারাবাহিকে) রাহুল দিলেন উপহার! যা দেখে খড়ি ওরফে সোলাঙ্কির উত্তরও বেশ মজাদার৷
সোলাঙ্কি রায়ের জন্মদিন৷ খুবই সাধারণ ভাবেই জন্মদিন পালন করেন তিনি৷ কোনও বাহুল্য নজরে আসে না৷ আর তার এই জন্মদিনেই অনস্ক্রিন শত্রু (গাঁটছড়া ধারাবাহিকে) রাহুল দিলেন উপহার! যা দেখে খড়ি ওরফে সোলাঙ্কির উত্তরও বেশ মজাদার৷
advertisement
2/9
টানা কয়েক মাস গাঁটছড়া ধারাবাহিক টিআরপি-তে সেরা৷ সকলের দারুণ পছন্দ হয়েছে খড়ি-ঋদ্ধিমানের রসায়ন৷ সঙ্গে রাহুলও খলচরিত্রে বেশ সাবলীল৷ দুই পরিবারের মধ্যে যে চাপা দন্দ্ব তাও নজরকাড়া৷ একই সঙ্গে ধারাবাহিকের দুই প্রধান চরিত্র খড়ি ও ঋদ্ধি আবারও সেরা হয়ে উঠেছে৷ সোলাঙ্কি ও গৌরবের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ৷
টানা কয়েক মাস গাঁটছড়া ধারাবাহিক টিআরপি-তে সেরা৷ সকলের দারুণ পছন্দ হয়েছে খড়ি-ঋদ্ধিমানের রসায়ন৷ সঙ্গে রাহুলও খলচরিত্রে বেশ সাবলীল৷ দুই পরিবারের মধ্যে যে চাপা দন্দ্ব তাও নজরকাড়া৷ একই সঙ্গে ধারাবাহিকের দুই প্রধান চরিত্র খড়ি ও ঋদ্ধি আবারও সেরা হয়ে উঠেছে৷ সোলাঙ্কি ও গৌরবের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ৷
advertisement
3/9
একই সঙ্গে সিরিয়ালের খড়ি ও তার দেওর রাহুলের মধ্যে যে টক্কর তাও বেশ উপভোগ করছেন দর্শকরা৷ ফেল টানটান উত্তেজনায় ভরপুর এই ধারাবাহিক এখন সকলের ঘরে ঘরে৷
একই সঙ্গে সিরিয়ালের খড়ি ও তার দেওর রাহুলের মধ্যে যে টক্কর তাও বেশ উপভোগ করছেন দর্শকরা৷ ফেল টানটান উত্তেজনায় ভরপুর এই ধারাবাহিক এখন সকলের ঘরে ঘরে৷
advertisement
4/9
প্রথম থেকেই ক্যামেরার সামনে সোলাঙ্কি খুব জনপ্রিয়৷ বিক্রমের বিপরীতে তাঁর অভিনীত সিরিয়াল ইচ্ছেনদী সুপারহিট৷ তবে শুধু সিরিয়ালই নয়, বাবা বেবি ও...ছবিতে যীশুর বিপরীতে অভিনয় করেছেন সোলাঙ্কি৷ ফলে তাঁর অভিনয়ের পরিধিও বেড়েছে৷
প্রথম থেকেই ক্যামেরার সামনে সোলাঙ্কি খুব জনপ্রিয়৷ বিক্রমের বিপরীতে তাঁর অভিনীত সিরিয়াল ইচ্ছেনদী সুপারহিট৷ তবে শুধু সিরিয়ালই নয়, বাবা বেবি ও...ছবিতে যীশুর বিপরীতে অভিনয় করেছেন সোলাঙ্কি৷ ফলে তাঁর অভিনয়ের পরিধিও বেড়েছে৷
advertisement
5/9
কাজের সূত্রে তিনি বাঙালী দর্শকদের কাছে সুপরিচিত৷ এর পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা শুরু হয়েছে৷ বিবাহিত সোলাঙ্কি নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এমনই গুঞ্জন৷ অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে৷
কাজের সূত্রে তিনি বাঙালী দর্শকদের কাছে সুপরিচিত৷ এর পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা শুরু হয়েছে৷ বিবাহিত সোলাঙ্কি নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এমনই গুঞ্জন৷ অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে৷
advertisement
6/9
আপাতত তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক, তাঁর বন্ধুরা কী উপহার দিলেন৷ অনস্ক্রিন শক্র বলেই সোলাঙ্কির সঙ্গে ছবি পোস্ট করলেন অনিন্দ্য৷ যদিও তিনি লিখলেন যে অফস্ক্রিনে তাঁরা দু’জনে খুব ভাল বন্ধু৷ একগুচ্ছ ছবি তিনি শেয়ার করলেন ভক্তদের জন্য৷
আপাতত তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক, তাঁর বন্ধুরা কী উপহার দিলেন৷ অনস্ক্রিন শক্র বলেই সোলাঙ্কির সঙ্গে ছবি পোস্ট করলেন অনিন্দ্য৷ যদিও তিনি লিখলেন যে অফস্ক্রিনে তাঁরা দু’জনে খুব ভাল বন্ধু৷ একগুচ্ছ ছবি তিনি শেয়ার করলেন ভক্তদের জন্য৷
advertisement
7/9
অন্যদিকে গৌরব চট্টোপাধ্যায় ফাঁস করলেন গোপন ছবি৷ টানা শ্যুটিং-এর মাঝে যেভাবে ঘুমিয়ে পড়েন সোলাঙ্কি, তার ছবি পোস্ট করে দিলেন তাঁর অনস্ক্রিন স্বামী! দেখে নিন সেই ছবি৷
অন্যদিকে গৌরব চট্টোপাধ্যায় ফাঁস করলেন গোপন ছবি৷ টানা শ্যুটিং-এর মাঝে যেভাবে ঘুমিয়ে পড়েন সোলাঙ্কি, তার ছবি পোস্ট করে দিলেন তাঁর অনস্ক্রিন স্বামী! দেখে নিন সেই ছবি৷
advertisement
8/9
সোলাঙ্কিও নিজের ইনস্টা পেজে শেয়ার করলেন ছবিগুলি৷
সোলাঙ্কিও নিজের ইনস্টা পেজে শেয়ার করলেন ছবিগুলি৷
advertisement
9/9
জন্মদিনের অনেক শুভেচ্ছা সোলাঙ্কিকে৷
জন্মদিনের অনেক শুভেচ্ছা সোলাঙ্কিকে৷
advertisement
advertisement
advertisement