মিকা সংবাদমাধ্যমের কাছে বলছেন, "বহু বছর ধরে বিয়ের অনুষ্ঠানের অংশ হয়ে থেকেছে আমার গান। সোলো, ডুয়েট উভয়ই গেয়েছি আমি। গানে তো সোলো থাকা যায়। কিন্তু জীবনে ডুয়েট হওয়ার ইচ্ছে হচ্ছে। কারণ নিজের লোকের সঙ্গেই তো আনন্দ হয়।"
আরও পড়ুন- গাঙ্গুবাই সফল হওয়ার লাবণ্য আলিয়ার চোখে মুখে! লেহেঙ্গায় সৌন্দর্য ফুটে উঠেছে
advertisement
জানা যাচ্ছে এই শোয়ে অংশ নেওয়ার জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। তবে জীবনসঙ্গী খুঁজে পেলেও বিয়ে নয়। পছন্দের মানুষের সঙ্গে শুধুমাত্র বাগদান সারবেন মিকা। বিয়ে নিয়ে আগাম কোনও ঘোষণা করবেন না মিকা। অতীতে, রাখি সাওয়ান্ত, মল্লিকা শেরাওয়াত, রতন রাজপুত ও রাহুল মহাজনের স্বয়ম্বর হয়েছে। আর এবার পালা মিকার।
জানা যাচ্ছে, শোয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভালো মতোই। তবে এই শোয়ে আরও বড় একটি চমক আছে। মিকার (Mika Singh) স্বয়ম্বরে নাকি অংশ নিতে পারেন রাখি সাওয়ান্তও। একটা সময়ে মিকা সিংএর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন রাখি। রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) এক প্রকার জোর করেই চুম্বন করেছিলেন মিকা।
আরও পড়ুন- ইংরেজি মাধ্যমে পড়েননি! বিশ্ব সুন্দরীর মঞ্চে একটি প্রশ্ন বুঝতেই পারেননি সুস্মিতা
এবার শুধু দেখার মিকার মনে কে জায়গা করে নিতে পারেন। প্রসঙ্গত, মিকার গাওয়া জনপ্রিয় গানগুলি হল জুম্মে কি রাত হ্যায়, গন্দি বাত, সিং ইজ কিং, আপকা কেয়া হোগা, আজ কি পার্টি, সাওয়ান মে লাগ লই আগ, টেল মি সামথিং ইত্যাদি।