গায়কের মৃত্যুর পরে পঞ্জাব এবং বলিউডের তারকারা শোকবার্তা জানিয়েছেন। তাঁদের মধ্যে নজরকাড় মন্তব্য করেছেন তারকা গায়ক মিকা সিং। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মিকা। যেখানে মিকার সঙ্গে সিধুকে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে বলি-পঞ্জাবি গায়ক লিখেছেন, ‘আমি চিরকাল পঞ্জাবি হিসেবে খুব গর্বিত ছিলাম। কিন্তু আজ আমি পঞ্জাবি হয়ে লজ্জিত। মাত্র ২৮ বছরের প্রতিভাবান ছেলেকে হত্যা করল পঞ্জাবিরাই! উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তাঁর। ওঁর আত্মা শান্তি পাক। পরিবারের প্রতি সমব্যথী আমি।’ সেই পোস্টেই রাজ্য সরকারকে সিধুর মৃত্যুর তদন্ত করার জন্য আবেদন জানান মিকা।
advertisement
২০১৬ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং করার পর কানাডা চলে যান সিধু। ২০১৭-এ ‘সো হাই’ গানটি গেয়ে বিপুল জনপ্রিয়তা পান সিধু মুস ওয়ালা৷ ব্রিট এশিয়া টিভি মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গীতিকার হন তিনি। দেশে গান কালচার বা বন্ধুক ব্যবহারের রীতি প্রচলনের উস্কানিতে বিতর্ক তৈরি করেন তিনি। গানের পাশাপাশি পঞ্জাবি ছবি ‘ইয়েস আই অ্যাম স্টুডেন্ট’ ছবিতে অভিনয় করেন তিনি। ২০২১-এর ডিসেম্বরে কংগ্রস পার্টিতে যোগ দেন সিধু মুস ওয়ালা৷ ২০২২-র পঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটে লড়েন তিনি৷ যদিও আপ-র বিজয় সিংলার কাছে হেরে যান।
আরও পড়ুন: বিদিশা-মঞ্জুষার পর সরস্বতী? ফের যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার শহরে! মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য