পর পর তিনটি মন ভোলানো গান প্রকাশ পেয়েছে পুজোর সময় ৷ মন মাতানো গানগুলি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট মহলে ৷ কোনোটায় ভোরের আমেজ , কোনোটায় প্রেমের ছোঁয়া কোনোটায় আবার একঘেয়ে জীবন থেকে নিজেকে একটু পাল্টানোর আমেজ ৷ পর পর তিনটে গানই জমিয়ে দিতে পারে পুজোর মরশুম ৷ পুজোর প্রেম হোক বা একাকীত্ব দুই ক্ষেত্রেই আনন্দের ছোঁয়া দিয়েছে মেখলা দাশগুপ্তের গানগুলি ৷
advertisement
আরও পড়ুন : শ্রাবণী সেনের গানে এ এক অন্য় পুজো! মুক্তি পেল 'দুর্গা দুর্গতি'র ট্রেলার
পুজোর মরশুমে মন মাতানো গানগুলির মধ্যে একেবারে ভিন্ন স্বাদ এনে দিয়েছে মেখ্লা দাশগুপ্তর 'আকাশ ছুঁয়ে আসি' গানটি ৷ অত্যন্ত মনোরম প্রাকৃতিক দৃশ্য ধরা পড়েছে এই গানে ৷ গানের দৃশ্য দেখে রূপকথার দেশের কথা মনে পড়ে যায় ৷ মনে হয় যেন কোন এক মায়াবী রূপকথার রাজ্যে চলে এসেছি ৷
আরও পড়ুন : ছেলেকে প্রণাম বুম্বাদার! বাবা প্রসেনজিতের ৬০ বছর, শুভেচ্ছা মিশুকের
পুজোর মরশুম অথচ প্রেমের গান থাকবেনা , তা আবার হয়? তাই এক মন মাতানো প্রেমের গান 'তোর আমার গল্প হোক' ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের ৷
পুজোর দিনগুলোয় ভোরের বেলায় ব্রহ্মসংগীত শুনলে যেন মনে হয় এক ভিনরাজ্যে পাড়ি দিয়েছি ৷ মেখ্লা দাশগুপ্তর 'মধুর প্রভাতে' গানটি দিয়ে পুজোর দিনের সকালগুলো শুরু করলে মন্দ হবে না ৷