Happy Birthday Prosenjit Chatterjee: ছেলেকে প্রণাম বুম্বাদার! বাবা প্রসেনজিতের ৬০ বছর, শুভেচ্ছা মিশুকের

Last Updated:

গ্রাম বাংলা থেকে শহুরে দর্শক, সকলের কাছে সমানভাবে রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা৷ আজ প্রসেনজিৎ পা দিলেন ৬০ বছরে৷

#কলকাতা: ছেলেকে প্রাণম জানাচ্ছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে আদরের মিশুক৷ তাকেই হাত জোর করে প্রাণমের ব্যস্ত বাবা! জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানিয়ে এমনই পোস্ট করলেন স্টার পুত্র ত্রিষাণজিৎ চট্টোপাধ্যায়৷ এই ছবির মধ্যেই ধরা পড়েছে বাবা ছেলের বন্ধুত্বের সম্পর্কের রসায়ন৷ ছেলেকে সবসময় কাছে পান না বুম্বাদা৷ তবে যে সময়টা বাবা ছেলে একসঙ্গে থাকেন, সেই সময় জমিয়ে আনন্দ করেন দু’জনে৷ ছেলে অন্ত প্রাণ প্রসেনজিৎ৷
 
advertisement
তিনিই ইন্ডাস্ট্রি৷ তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হিসেবে নয়, ফিল্মি দুনিয়ায় নিজের জায়গা নিজেই তৈরি করেছেন সকলের প্রিয় বুম্বাদা৷ ৯ দশকের শুরু দিকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ শুরুর দিক থেকেই তিনি হিট৷ যদিও তখন লড়াইটা ছিল অন্য মাত্রায়৷ পরিকাঠামোর দিক থেকে ইন্ডাস্ট্রি তখন উন্নত ছিল না৷ সেই সময় থেকেই তিনি বাংলা ছবিতে তাঁর দাপট দেখাতে শুরু করেন৷ তারপর ধীরে ধীরে বেড়েছে তাঁর রাজত্ব৷ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নিজেকে বদলেছেন বুম্বাদা৷ গ্রাম বাংলা থেকে শহুরে দর্শক, সকলের কাছে সমানভাবে রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা৷ আজ প্রসেনজিৎ পা দিলেন ৬০
advertisement
বছরে৷
এবারও পুজোতে রয়েছে তাঁর ছবি কাছে মানুষ৷ দেব-প্রসেনজিতের এই ছবির নিয়ে অনেক আশা রয়েছে৷ করোনা পরবর্তী সময় যখন ছবির ব্যবসার দিকে তাকিয়ে প্রযোজকরা, তখন মাল্টিস্টারার ছবির প্রতি জোর দেওয়া হচ্ছে৷ ফলে পুজোর সময় প্রসেনজিৎ-দেবের এই ছবি নিয়ে অনেক আশা থাকছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
সিনেমাই তাঁর ধ্যান-জ্ঞান৷ সিনেমাকে নিয়ে বাঁচেন তিনি৷ বাংলা ছবিকে ঘিরেই তাঁর জীবন৷ সিনেমাকে নিয়ে যেমন এগিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তেমনই বাংলা ছবিও তাঁর ঝুলি ভরে দিয়েছে৷ তাঁকে নাম-খ্যাতি সব দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রি৷ দু’জনে যেন একে অপরের পরিপূরক৷ সেই বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম আইকনের জন্মদিনে তাঁর প্রতি রইল নিউজ১৮ বাংলার শুভেচ্ছা৷ ভাল থাকুন বুম্বাদা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Prosenjit Chatterjee: ছেলেকে প্রণাম বুম্বাদার! বাবা প্রসেনজিতের ৬০ বছর, শুভেচ্ছা মিশুকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement