Happy Birthday Prosenjit Chatterjee: ছেলেকে প্রণাম বুম্বাদার! বাবা প্রসেনজিতের ৬০ বছর, শুভেচ্ছা মিশুকের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গ্রাম বাংলা থেকে শহুরে দর্শক, সকলের কাছে সমানভাবে রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা৷ আজ প্রসেনজিৎ পা দিলেন ৬০ বছরে৷
#কলকাতা: ছেলেকে প্রাণম জানাচ্ছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে আদরের মিশুক৷ তাকেই হাত জোর করে প্রাণমের ব্যস্ত বাবা! জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানিয়ে এমনই পোস্ট করলেন স্টার পুত্র ত্রিষাণজিৎ চট্টোপাধ্যায়৷ এই ছবির মধ্যেই ধরা পড়েছে বাবা ছেলের বন্ধুত্বের সম্পর্কের রসায়ন৷ ছেলেকে সবসময় কাছে পান না বুম্বাদা৷ তবে যে সময়টা বাবা ছেলে একসঙ্গে থাকেন, সেই সময় জমিয়ে আনন্দ করেন দু’জনে৷ ছেলে অন্ত প্রাণ প্রসেনজিৎ৷
advertisement
তিনিই ইন্ডাস্ট্রি৷ তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হিসেবে নয়, ফিল্মি দুনিয়ায় নিজের জায়গা নিজেই তৈরি করেছেন সকলের প্রিয় বুম্বাদা৷ ৯ দশকের শুরু দিকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ শুরুর দিক থেকেই তিনি হিট৷ যদিও তখন লড়াইটা ছিল অন্য মাত্রায়৷ পরিকাঠামোর দিক থেকে ইন্ডাস্ট্রি তখন উন্নত ছিল না৷ সেই সময় থেকেই তিনি বাংলা ছবিতে তাঁর দাপট দেখাতে শুরু করেন৷ তারপর ধীরে ধীরে বেড়েছে তাঁর রাজত্ব৷ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নিজেকে বদলেছেন বুম্বাদা৷ গ্রাম বাংলা থেকে শহুরে দর্শক, সকলের কাছে সমানভাবে রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা৷ আজ প্রসেনজিৎ পা দিলেন ৬০
advertisement
বছরে৷

এবারও পুজোতে রয়েছে তাঁর ছবি কাছে মানুষ৷ দেব-প্রসেনজিতের এই ছবির নিয়ে অনেক আশা রয়েছে৷ করোনা পরবর্তী সময় যখন ছবির ব্যবসার দিকে তাকিয়ে প্রযোজকরা, তখন মাল্টিস্টারার ছবির প্রতি জোর দেওয়া হচ্ছে৷ ফলে পুজোর সময় প্রসেনজিৎ-দেবের এই ছবি নিয়ে অনেক আশা থাকছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
সিনেমাই তাঁর ধ্যান-জ্ঞান৷ সিনেমাকে নিয়ে বাঁচেন তিনি৷ বাংলা ছবিকে ঘিরেই তাঁর জীবন৷ সিনেমাকে নিয়ে যেমন এগিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তেমনই বাংলা ছবিও তাঁর ঝুলি ভরে দিয়েছে৷ তাঁকে নাম-খ্যাতি সব দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রি৷ দু’জনে যেন একে অপরের পরিপূরক৷ সেই বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম আইকনের জন্মদিনে তাঁর প্রতি রইল নিউজ১৮ বাংলার শুভেচ্ছা৷ ভাল থাকুন বুম্বাদা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 11:56 AM IST