বিয়ের ৬ বছর পর মা হচ্ছেন বিপাশা, baby shower-এ চোখ দিয়ে টপটপ করে জল পড়ল নায়িকার

Last Updated:

অবাঙালি শ্বশুরবাড়ি৷ কিন্তু নিয়ম মেনে হয়েছে সাধ৷ একেবারে বাঙালি ঘরের মতো হয়েছে আর্শীবাদ৷ তারপর একেবারে বিপাশার পছন্দের পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছিল তাঁর সামনে৷ এরপর আধুনিক ভাবে হয় বেবি শাওয়ারও৷

#মুম্বই: মা হচ্ছেন বিপাশা বসু৷ খুশির হাওয়া গ্রোভার এবং বসু পরিবারে৷ অত্যন্ত সুন্দর ছবি পোস্ট করে নিজেই গুডনিউজ দেন নায়িকা৷ ধীরে ধীরে এগোচ্ছে সময়৷ নতুন অতিথি আসার অপেক্ষায় বিসপ সুন্দরী ও করণ সিং৷ তার জন্য অল্প বিস্তর প্রস্তুতিও শুরু করেছেন দু’জনে৷ তার মধ্যেই নিয়ম মেনে হয়েছে বিপাশার সাধ৷ পছন্দের সব খাবার খেয়েছেন তিনি৷ একই সঙ্গ অনুষ্ঠিত হয় তাঁর বেবি শাওয়ার৷ সেখানে সকলের সঙ্গে পার্টিতে আনন্দ করার ফাঁকে ঝরঝর করে কেঁদে ফেললেন বিপাশা৷ হবু মা ধরে রাখতে পারলেন না তাঁর আবেগ৷ কাঁদতে কাঁদতে স্বামী করণ সিং গ্রোভারকে জড়িয়ে ধরলেন তিনি৷ স্বামীও আদরে ভরিয়ে দিলেন৷ সকলের মন ছুঁয়ে গেল এই ভিডিও৷
আরও পড়ুন শরীর নয় তো যেন মাখন! ৫০ ছুঁইছুঁই মালাইকার শরীর আঁকড়ে ঝলমলে ড্রেস
কলকাতার মেয়ে বিপাশা মুম্বইতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ মডেলিং থেকে শুরু তাঁর কেরিয়ার৷ দুনিয়া কাঁপানো সুন্দরী বলিউডেও সমানভাবেই নিজেকে মেলে ধরেছিলেন৷ উল্লেখযোগ্য ছবিও করেছেন তিনি৷ আপাতত নিজের ব্যবসা ও অন্যান্য কাজে ব্যস্ত৷ চুটিয়ে সংসারও করছেন৷ ইতিমধ্যেই মা হওয়ার সুখবর৷ করণ সিং গ্রোভারের ঘরণী এককালে প্রেম ও লিভইন করতেন জন এব্রাহিমের সঙ্গে৷ তবে সে সব অতীত৷ এখন নতুন জীবনের পথে পা বাড়িয়ে বিপাশা৷ মা হতে চলেছেন তিনি৷ গর্ভাবস্থায় তাঁর চোখে মুখে এক অন্য জেল্লা দেখা দিচ্ছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
অবাঙালি শ্বশুরবাড়ি৷ কিন্তু নিয়ম মেনে হয়েছে সাধ৷ একেবারে বাঙালি ঘরের মতো হয়েছে আর্শীবাদ৷ তারপর একেবারে বিপাশার পছন্দের পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছিল তাঁর সামনে৷ এরপর আধুনিক ভাবে হয় বেবি শাওয়ারও৷ ইন্ডাস্ট্রিতে বিপাশা-করণের বন্ধুরা সকলে এসেছিলেন৷ কেক কেটে হয় উদযাপন৷ তখনই বেশ আবেগঘন পরিবেশ তৈরি হয়৷ কেঁদে ফেলেন বিপাশা৷ অবশ্যই আবেগ আপ্লুত হয়ে তাঁর চোখে জল আসে৷ মুহূর্তে স্ত্রীকে বাহুডোরে নেন করণ৷ একে অপরকে চুমুও খান৷ বিপাশা ও করণের আগামী দিনের জন্য রইল অনেক শুভেচ্ছা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের ৬ বছর পর মা হচ্ছেন বিপাশা, baby shower-এ চোখ দিয়ে টপটপ করে জল পড়ল নায়িকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement