আরও পড়ুনঃ চতুর্থ সেমিস্টারের পরীক্ষার গাইডলাইন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, পরীক্ষার নিয়মে একাধিক পরিবর্তন
এরপর সময় বদলেছে। নতুন করে সঙ্গী হয়েছেন হৃতজিৎ রায়চৌধুরি, কলকাতার এক নামী প্রযোজনা সংস্থার কর্মী, যিনি মূলত ছবির কালার কারেকশনের দায়িত্ব সামলান। অতীত সম্পর্কের অদ্ভুত যোগসূত্রও আছে—হৃতজিৎ একসময় ছিলেন দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের প্রাক্তন প্রেমিক। ফলে এই নতুন সম্পর্ক যে একেবারে সিনেমার মতোই, তা বলাই বাহুল্য।
advertisement
সূত্রের খবর, কয়েকদিন আগেই ঘরোয়া ভাবে বিয়ে সারেন মীনাক্ষী–হৃতজিৎ। বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে রিসেপশনের, যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এখনই মন্তব্যে অনীহা মীনাক্ষীর। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, “এখনও পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রস্তুতিতে ব্যস্ত। তাই এই মুহূর্তে কিছু বলতে চাই না।”
পূর্বের বিয়েতে কোনও আড়াল ছিল না, তবে এবার অনেক বেশি সতর্ক দম্পতি। সোশ্যাল মিডিয়ায় প্রেমের কোনও প্রকাশ নেই; শুধু নীরবে একে অপরকে ফলো করেন। আলোচনার বাইরে থেকে নিভৃতেই সম্পর্কটিকে লালন করতে চান তাঁরা।
