আরও পড়ুন- আসছে পুষ্পা: দ্য রুল! আল্লু অর্জুনের পারিশ্রমিক আর বাজেট শুনে হাঁ সিনেপ্রেমীরা
মাসাবা গুপ্তার প্রিয় বন্ধু এবং চলচ্চিত্র প্রযোজক রিয়া কাপুর কমেন্ট করেছেন ‘জিন’। রিয়ার স্বামী করণ বুলানি লিখেছেন ‘স্যার’ সঙ্গে একটি ক্রিকেট ব্যাট ইমোজিও জুড়েছেন।
এই হল মাসাবা গুপ্তার পোস্ট:
৭ মার্চ বাবা ভিভ রিচার্ডসের জন্মদিনে মাসাবা গুপ্তা তাঁর বাবার সঙ্গে শৈশবের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমি মনে করতে চাই যে আমি আমার বাবা-মায়ের কাছ থেকে সবচেয়ে শক্তিশালী কিছু গুণ পেয়েছি। আমার বাবা নিরলস, মনোযোগী এবং এক সাধনায় তাঁর জীবন কাটিয়েছেন, প্রতিকূলতাকে অস্বীকার করেছেন, ভাগ্যের চাকা ঘুরিয়েছেন এবং নিজেই এক মানসিক ও শারীরিক শক্তিতে পরিণত হওয়ার জন্য পুরো জীবন কাটিয়েছেন। আমিও তোমার মতো অর্ধেক মহান হওয়ার চেষ্টা করেছি - মানসিক এবং শারীরিকভাবে। শুভ ৭০ তম জন্মদিন বাবা।”
আরও পড়ুন- Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে মোট ক'টি প্রাণী? ক্ষুরধার বুদ্ধি হলে তবেই মিলবে উত্তর
প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা এবং ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডের মেয়ে মাসাবা। নীনা গুপ্তা এবং ভিভ রিচার্ডস আশির দশকে প্রেমের সম্পর্কে জড়ান। ভিভ রিচার্ডস পরে মিরিয়ামকে বিয়ে করেন এবং নীনা গুপ্তা পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন।
মাসাবা গুপ্তাকে শেষবার দেখা গিয়েছে নেটফ্লিক্স সিরিজ মাসাবা মাসাবাতে। এটি মাসাবা গুপ্তা এবং তাঁর অভিনেত্রী-মা নীনা গুপ্তার জীবন থেকে অনুপ্রাণিত একটি সিরিজ। শোটির দ্বিতীয় সিজন এ বছরই মুক্তি পাবে। মাসাবা টিভি রিয়েলিটি শো এমটিভি সুপারমডেল অফ দ্য ইয়ারের অন্যতম বিচারকের ভূমিকাও পালন করেছেন। শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ মডার্ন লাভ মুম্বইতে দেখা যাবে মাসাবাকে। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনম কাপুর, চলচ্চিত্র প্রযোজক রিয়া কাপুর এবং মাসাবার মা নীনা গুপ্তা সহ আরও অনেক বলিউড তারকাই মাসাবার ডিজাইন করা পোশাকের ভক্ত।